7 আসনের গাড়ির বড় বাজার রয়েছে ভারতে। সাধারণত কিছু 7 আসনের গাড়ির দাম অনেকটাই বেশি। তবে চিন্তা নেই, 10-12 লাখের বাজেটেই বেশ কিছু দূর্দান্ত MPV উপলব্ধ রয়েছে। তাহলে চলুন জানিয়ে দিই সেই গাড়িগুলোর সম্পর্কে। সেরা 3টি MPV এর তালিকা দেওয়া হলো নীচে।
Maruti Ertiga 
ভারতে গাড়ির কথা হবে আর মারুতি সেখানে উপস্থিত থাকবেনা এ আবার হয় নাকি! 7 আসনের সেগমেন্টে সেরা গাড়ি এনেছে মারুতি সুজুকি। আর সেই গাড়ির নাম Ertiga। পেট্রোল এবং সিএনজি উভয় ভার্সনেই উপলব্ধ গাড়িটি। 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন সমেত গাড়িটির দাম শুরু হচ্ছে 8.64 লক্ষ টাকা থেকে।
Toyota Rumion 
একপ্রকার মারুতি সুজুকি আর্টিগা গাড়িই Toyota Rumion। কারণ আর কিছুই নয় Maruti Suzuki Ertiga এরই রিব্যাজ সংস্করণ Rumion। গাড়িটি কিনতে মানুষের ভিড়ও উপচে পড়ছে। এখানেও 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। গাড়িটির দাম শুরু হচ্ছে 10.29 লক্ষ টাকা থেকে।
Kia Carens 
Maruti এর গাড়ি বাদ দিলে নাম আসে KIA মোটরসের। ভারতের বাজার ধরতে খুবই চেষ্টা চালাচ্ছে KIA। 7 আসনের সেগমেন্টও বাধা নেই এক্ষেত্রে। 3 স্টার সেফটি রেটিং সহ গাড়িটি 6 এবং 7 আসনের সাথে উপলব্ধ। 1.5 লিটারের পেট্রল ও ডিজেল ইঞ্জিন, এই দুই অপশনে পাওয়া যায় KIA Carens। এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.45 লক্ষ টাকা।







