দেশের সবচেয়ে সাশ্রয়ী গাড়ি বিক্রি করে Maruti Suzuki। কোম্পানির সবচেয়ে সস্তা গাড়ি Alto K10। বর্তমানে Alto K10 দেশের সবচেয়ে সাশ্রয়ী গাড়িতে পরিণত হয়েছে। 5 লাখের কম বাজেটে পুরোপুরি চার চাকা দেয় মারুতি সুজুকি। গাড়িটির দাম শুরু হয় 3.99 লক্ষ টাকা থেকে। কিন্তু আজ আপনাদের জানাবো গাড়িটি আরো সস্তায় কিনবেন কিভাবে। চলুন তাই দেখে নেওয়া যাক।
বাজারে Alto K10 এর এক্স শোরুম দাম রয়েছে 3.99 লক্ষ টাকা। কিন্তু এই গাড়িটি মাত্র 3.35 লাখেই কেনা সম্ভব। তবে আজকের এই অফার সবার জন্য নয়। একমাত্র সেনা বাহিনীর জওয়ানরাই এই দামের সুবিধা পেতে পারেন। আর এজন্য তাদের গাড়িটি কিনতে হবে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট বা CSD থেকে।
আসলে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্টে (CSD) গাড়ির ওপর কোনো জিএসটি দিতে হয় না সেনাকর্মীদের। এরফলে এক্স-শোরুম দামের চেয়েও কম দামে গাড়িটি কিনতে পারেন তারা। বাজারে Alto K10 এর এক্স-শোরুম দাম রয়েছে 3.99 লাখ টাকা, আর CSD দাম 3.35 লাখ টাকা। অর্থাৎ দুই দামের মধ্যে তফাৎ 64 হাজার টাকার!
উল্লেখ্য যে, CSD অর্থাৎ ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্টে গাড়িটির মোট 7টি ভেরিয়েন্টই রয়েছে। সেখানে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ভেরিয়েন্টই পাবেন আপনি। এছাড়া পেট্রল ও CNG মডেলও উপস্থিত রয়েছে। একনজরে দেখে নিন বিভিন্ন ভেরিয়েন্টের এক্স শোরুম দাম এবং ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট দাম কত।
Alto K10 ভেরিয়েন্ট | গাড়ির এক্স-শোরুম দাম | ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট দাম | দুই দামের মধ্যে তফাৎ |
STD (ম্যানুয়াল) | 3.99 লাখ | 3,34,681 টাকা | 64,319 টাকা |
LXI (ম্যানুযাল) | 4,83,500 টাকা | 4,09,563 টাকা | |
VXI (ম্যানুয়াল) | 5,06,000 টাকা | 4,22,815 টাকা | 83,185 টাকা |
VXI প্লাস (ম্যানুয়াল) | 5,35,000 টাকা | 4,49,142 টাকা | 85,858 টাকা |
VXI (অটোমেটিক) | 5,61,000 টাকা | 4,77,583 টাকা | 83, 417 টাকা |
VXI প্লাস (অটোমেটিক) | 5,90,000 টাকা | 5,04, 082 টাকা | 85,918 টাকা |
VXI (CNG) | 5,96,000 টাকা | 5,08,937 টাকা | 87,063 টাকা |