Read In
Whatsapp
Car News

3টি সম্পূর্ণ নতুন কমপ্যাক্ট SUV লঞ্চ হচ্ছে ভারতে, মাহিন্দ্রার এই গাড়িও রয়েছে তালিকায়

ভারতের বাজারে শীঘ্রই নতুন তিনটি কমপ্যাক্ট গাড়ি আসতে চলেছে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন অর্থাৎ জ্বালানি চালিত ইঞ্জিনের সাথে গাড়িগুলো লঞ্চ হবে বাজারে। কমপ্যাক্ট SUV এর বাজারে বড় প্রতিযোগিতা দেবে নতুন তিনটি গাড়ি। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ন তালিকা।

KIA Sonet Facelift
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet।

Toyota Taisor
আগামী বছরের প্রথমার্ধে Urban Cruiser Taisor আনবে Toyota। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে Toyota এর নতুন গাড়িটি। Glanza প্রিমিয়াম হ্যাচব্যাকের ওপরের স্লটে লঞ্চ হবে Taisor। সেখানে Fronx এর মতই 1.2L NA পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। সিএনজি ইঞ্জিনের সাথেও গাড়িটির নয়া ভার্সন লঞ্চ করবে Toyota।

New Mahindra XUV300
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করবে শীঘ্রই। আগামী বছরের শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হবে। 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের সাথে লঞ্চ হবে নতুন XUV 300। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকছে নতুন XUV 300 গাড়িতে।

Back to top button