Read In
Whatsapp
Car News

8 লাখেই হবে স্বপ্নপূরণ, 23 লিটার মাইলেজ সহ ফিচারপ্যাকড গাড়ি লঞ্চ করল Hyundai

বর্তমানে টেকনোলোজি সমস্ত কিছুকেউ স্মার্ট করে তুলেছে। বাদ নেই গাড়িও। বিভিন্ন গাড়িতে এখন দারুণ দারুণ সব ফিচারস দেখা যাচ্ছে। স্মার্ট ফিচারস আসছে প্রায় প্রতিটি গাড়িতেই। কিন্তু সাধ্যের মধ্যে অর্থাৎ বাজেটের মধ্যে এরকম একটি SUV Hyundai এর Venue। সম্পূর্ন Smart ফিচারসের সাথে আসে গাড়িটি।

Hyundai এর Venue গাড়িটি বাজেটের মধ্যেই দারুণ সমস্ত ফিচারস অফার করে। এমনকি গাড়ির মধ্যেই Alexa, Google Voice assistant ইত্যাদি ফিচারস পাওয়া যায়। অত্যাধুনিক ফিচারসের সাথে Venue এর ইঞ্জিনও বেশ শক্তিশালী। এছাড়া এয়ার পিউরিফায়ার, অটোম্যাটিক এসি, কুল গ্লাভবক্স এবং পুশ-বাটন স্টার্ট/স্টপের মতো ফিচারস রয়েছে।

Hyundai Venue তে 998 সিসি থেকে 1493 সিসির ইঞ্জিনও পাওয়া যায়। ডিজেল এবং পেট্রোল উভয় অপশনই রয়েছে এখানে। পেট্রোল ভার্সনটি মোট 83 PS শক্তি এবং 114 Nm টর্ক উৎপন্ন করে। ডিজেলের ক্ষেত্রে 120 PS শক্তি এবং 172 Nm টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য যে, venue গাড়িটি একাই নয়, Mahindra XUV300, এবং Maruti Suzuki Brezza তেও একই ফিচারস পাওয়া যায়। পেট্রোল ভার্সনে 17.5 kmpl এবং ডিজেল 23.4 kmpl মাইলেজ দেয়।

Hyundai Venue এর টপ স্পেক মডেলের দাম 13.48 লক্ষ টাকা। এটি E, S, S+/S (O), SX, এবং SX(O) এই পাঁচটি ভার্সনে পাওয়া যায়। Venue তে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, রিয়ার-ভিউ ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর এবং হিল-হোল্ড অ্যাসিস্টের মতো উন্নত ফিচারসও রয়েছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য 6টি এয়ারব্যাগ, EBD সহ ABS রয়েছে। 4-ওয়ে ড্রাইভার সিট, সিঙ্গেল-পেন সানরুফ এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো অতিরিক্ত ফিচারসও রয়েছে গাড়িতে।

Back to top button