ভারতের বাজারে গাড়ি রয়েছে বহুৎ। আরামদায়ক গাড়ির জন্য দাম রয়েছে প্রচুর। কিন্তু জানেন তো কম দামেও ভালো আরাম সম্পন্ন গাড়ি রয়েছে। মাত্র 6 লাখের বাজেটেই কিনতে পারেন সেগুলো। চলুন দেখে নিন কোন কোন গাড়ির কথা বলছি আমরা।
Honda City: সেডান সেগমেন্টে Honda City অনবদ্য। উন্নত রাইড এক্সপেরিয়েন্স থেকে শুরু করে আরাম সবই রয়েছে এই গাড়িতে। 11.62 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে Honda City এর জুড়ি নেই।
Honda Elevate: সদ্যই লঞ্চ হয়েছে Honda Motors এর নতুন Elevate SUV। Honda City এর সাথে একই প্ল্যাটফর্মের ওপর তৈরি হয়েছে গাড়িটি। 10 লাখের সেগমেন্টে সেরা আরাম এবং Comfort পাওয়া যায় Elevate এ। 10.99 লাখের এক্স শোরুম দামের সাথে আসে Elevate।
Tata Altroz: গাড়িটি যে দারুণ রাইড এক্সপিরিয়েন্স দেয় তাই না, একইসাথে সাথে Altroz গাড়িতে বেশ আরামদায়ক আসনও রয়েছে। 6.60 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে Altroz বেশ বিলাসবহুল অভিজ্ঞতা দেয়।
Maruti Suzuki Baleno: বাজেট গাড়ির ক্ষেত্রে Suzuki এর তুলনা নেই। Maruti Suzuki Baleno গাড়িটি যেমন আরমদায়ক তেমনই শক্তিশালী। 6.61 লাখ টাকার এক্স শোরুম দামের সাথে Baleno তে দারুণ ফিচারস রয়েছে।
Mahindra XUV 700: Mahindra এর নতুন XUV 700 গাড়িটিও পিছিয়ে নেই এই লড়াইয়ে। বিশ্বমানের গাড়িটি পারফরম্যান্সের জন্য যেমন ব্যপক তারিফ পেয়েছে, তেমনই বিলাসবহুল XUV 700 এর কেবিন। আরামদায়ক সিটগুলো কিন্তু আপনাকে বারংবার আকর্ষণ করবে। 14.01 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে জুড়ি নেই XUV 700 এর।