আগামী 2024 সাল টাটা মোটরসের জন্য খুবই গুরুত্বপূর্ন। একগুচ্ছ গাড়ি বাজারে লঞ্চ করবে কোম্পানি। কিছুদিন আগেই তারা Nexon লঞ্চ করেছে। Harrier এবং Safari এর ফেসলিফ্টও দারুণ সাড়া ফেলেছে বাজারে। এরইমধ্যে আবার বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করছে তারা। চলুন দেখে নেওয়া যাক আগামিবছর কী কী গাড়ি আনছে টাটারা।
1) Tata Punch EV
Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV। জানা যাচ্ছে Nexon EV থেকে অনেকখানি ডিজাইন নেবে এই নতুন গাড়িটি। 30 kWh ব্যাটারি প্যাকের সাথে 300 কিমি রেঞ্জ এবং Ziptron প্রযুক্তির সাথে লঞ্চ হবে নয়া Punch EV।
2) Tata Curvv EV এবং Curvv ICE
Tata Curvv EV এবং ICE উভয় ভার্সনেই লঞ্চ হচ্ছে। 500 কিলোমিটারের বেশি ড্রাইভ রেঞ্জের সাথে প্রথমে লঞ্চ হবে Curvv EV। এটি দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি নেক্সন ইভির উপরে অবস্থান করবে। প্রযুক্তিগতভাবে উন্নত এবং আপমার্কেট হবে তবে তাদের মধ্যে বেশ কয়েকটি বৈশিষ্ট্য ভাগ করা হবে। গাড়িটি ব্র্যান্ডের জন্য একটি নতুন ডিজাইন নিয়ে আসছে যা আপডেটেড Nexon duo, Harrier এবং Safari তেও রয়েছে।
3) Tata Harrier and Safari Petrol:
2023 সালের অটো এক্সপোতে উন্মোচন করা হয় গাড়িদুটির। এবার একটি নতুন TGDI ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে ফেসলিফটেড হ্যারিয়ার এবং সাফারির লঞ্চ হবে। গাড়ি দুটি 168 bh শক্তি এবং 280 Nm টর্ক উত্পাদন করবে। ইঞ্জিনটি যুক্ত থাকবে ছয় গতির ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা একটি 6 গতির অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে।
4. Tata Harrier EV:
2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে। Tata এর Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস।