
দেশের অন্দরে বৈদ্যুতিক গাড়ির বাজার বেড়েছে অনেকখানি। আর এই বাজারে অনেকখানি জুড়ে রয়েছে টাটা মোটরস। ইন্ডাস্ট্রি লিডিং EV নিয়ে এসেছে তারা। এক্ষেত্রে টাটা মোটরসের বাজারে দেশীয় বা জাপানি অথবা কোরিয়ান কোম্পানি কোনো প্রভাব ফেলতে না পারলেও কয়েকটি বিদেশি কোম্পানি ভালই টেক্কা দিচ্ছে। যদিও এই গাড়িগুলোর বেশিরভাগই প্রিমিয়াম সেগমেন্টে আসছে, আর সদ্যই সেরকম একটি গাড়ি এসেছে বাজারে যা বেশ ঝড় তুলেছে।
গাড়ির বাজারে বিভিন্ন সংস্থা মজুদ রয়েছে। কিন্তু ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগিতা কিছুটা কম। Audi, BMW এবং Marcedes এর মতো জার্মান সংস্থা দারুণ কিছু প্রিমিয়াম বৈদ্যূতিক গাড়ি এনেছে। কিন্তু আজ যে গাড়িটির কথা বলছি সেটি বাকিদের থেকে অনেকখানি এগিয়ে। এক চার্জেই ছুটবে 500 কিমি!
আমরা আজ মার্সিডিজ বেঞ্জ EQE SUV টির সম্পর্কে বলতে চলেছি। প্রিমিয়াম সেডানের জন্য গাড়ির ব্র্যান্ডটি বিখ্যাত থাকলেও ভারতে SUV এর বাজার অপেক্ষাকৃত বড় হওয়ার কারণে এই বাজারকেই টার্গেট করেছে Marcedes। আগামী 15 সেপ্টেম্বর গাড়িটি লঞ্চ করতে পারে তারা ।
Mercedes Benz EQE SUV-এর বেস ভেরিয়েন্ট হতে চলেছে 350 PSL। এটি একটি রিয়ার ড্রাইভ সেটআপের সাথে আসে। গাড়িটির ইঞ্জিন 292 Bhp শক্তি এবং 565 Nm টর্ক জেনারেট করবে। মোট 590 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম Mercedes Benz EQE। গাড়িটির টপ স্পেক ভেরিয়েন্ট EQE 500 4Matic এর ক্ষমতা 408 bhp এবং সেটি 858 Nm টর্ক উৎপন্ন করে।
দাম : যদিও এখনো দাম জানা যায়নি, কিন্তু বিশেষজ্ঞদের মতে Mercedes Benz EQE SUV-এর দাম রয়েছে 1.14 কোটি থেকে 1.25 কোটি টাকার মধ্যেই। যা কিনা আরেক প্রিমিয়াম SUV, BMW IX-এর সাথে প্রতিযোগিতায় নামছে।