Read In
Whatsapp
Car News

মাত্র 2 মাসেই বুকিং ছাড়াল 50 হাজার! নতুন এই SUV-র ফিচারস দেখলে চোখ কপালে উঠবে আপনার

সদ্যই সামনে এসেছে নতুন KIA Seltos। Compact SUV এর বাজারে ভালই সারা ফেলেছে গাড়িটি। মাত্র দুই মাসে 50,000+ বুকিং পেয়েছে সেটি। আবার অবাক করার মতো বিষয় এই যে, গাড়িটির টপ ভেরিয়েন্টই সর্বাধিক বুক হয়েছে। ইতিমধ্যেই 4 লক্ষ ডোমেস্টিক সেল এবং রফতানি মিলিয়ে মোট বিক্রি হয়েছে 5.47 লক্ষেরও বেশি। তাহলে দেখে নেওয়া যাক কেন এত বুকিং পেয়েছে KIA। কি ফিচারস রয়েছে তাও জানাচ্ছি আপনাদের।

সম্প্রতি Kia Motors ভারতে Seltos SUV টির নতুন ভার্সন লঞ্চ করেছে। এই SUV টি কম দামেই দারুণ ফিচারস নিয়ে এসেছে। Kia Motors সেলটোস বিক্রি করছে কিন্তু নতুন মডেলে নতুন বিভিন্ন আপডেট যোগ করা হয়েছে। বাজারে নতুন সেলটোসের দাম রয়েছে 10.90 (Ex-Showroom) লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা (Ex-Showroom)।

এখানে উল্লেখ্য যে, সেলটোসের নতুন মডেলে অনেক ফিচার যোগ হয়েছে। আর একসাথে 18টি ভেরিয়েন্ট এবং তিনটি ইঞ্জিন বিকল্প গাড়িগুলো বিক্রি করছে KIA Motors। সেখানে রয়েছে রিডিজাইনড ফ্রন্ট গ্রিল, বাম্পার, হেডলাইট এবং টেল লাইট ইউনিট। গাড়িতে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার পেট্রোল এবং 1.5-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। আর ইঞ্জিন থেকে মোট 114hp শক্তি এবং 250 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।

গাড়িতে রয়েছে 4.2-ইঞ্চি র TFT ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, গিয়ার শিফট ইন্ডিকেটর, পাওয়ার উইন্ডোজ, সিট অ্যাডজাস্টেবলের মতো ফিচারস। গাড়িতে নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে 6টি এয়ারব্যাগ সহ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল,ABS,, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং ডোর লক এবং 3 পয়েন্ট সিট বেল্টের মতো সুরক্ষা ফিচারস। জানিয়ে রাখি যে, বেস ভ্যারিয়েন্টে LED লাইটের জায়গায় হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প দিয়েছে KIA।

Back to top button