![](https://autoscoop.in/wp-content/uploads/2023/11/maruti-suzuki-evx.jpg)
আগামী বছরের শুরুতেই ভারতে আসতে চলেছে কিছু সেরা SUV। চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আসছে নতুন বছরের শুরুতে।
Maruti Suzuki eVX:জাপানি কোম্পানি সুজুকি চলতি বছরে অনুষ্ঠিত Auto Expo তে eVX কনসেপ্ট গাড়িটি সারাবিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। এরপর জাপান মবিলিটি শোতে গাড়িটির আরো উন্নত ভার্সন শো করে। খবর অনুযায়ী আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে বাজারে। উল্লেখ্য গাড়িতে 550 কিমির বেশি মাইলেজ থাকবে।
Tata Curvv: টাটা মোটরসের আসন্ন Curvv গাড়িটি আসবে আগামী বছরই। Cöupé স্টাইলের গাড়িটি টাটা মোটরস নিয়ে আসছে Hyundai Creta, KIA Seltos, Skoda Kushaq ইত্যাদির সাথে লড়তে। জ্বালানি ইঞ্জিনের সাথে সাথে EV ভার্সনেও লঞ্চ হবে গাড়িটি। 500 থেকে 550 কিমির মাইলেজও থাকবে Curvv গাড়িতে।
Tata Harrier EV: 2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে। Tata এর Gen 2 EV আর্কিটেকচারের সাথে আগের মতই ল্যান্ড রোভারের মত ওমেগা আর্কিটেকচার থাকবে। যদিও গাড়িটির বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি কনফিগারেশন প্রকাশ করেনি টাটা মোটরস।
XUV400 Facelift: XUV 300 সহ XUV 400 গাড়িটির ফেসলিফ্টেড ভার্সন নিয়ে আসছে মাহিন্দ্রা। থার ফাইভ-ডোরের মতো, এই SUV গুলিকেও পরীক্ষামূলক টেস্ট করতে দেখা গিয়েছে। খবর অনুযায়ী আগামী বছরের মার্চের দিকে গাড়িগুলো বাজারে আসবে। নতুন মডেলের ভেতরে এবং বাইরের ডিজাইনে সামান্য পরিবর্তন আসবে। সেখানে নতুন ফ্রন্ট গ্রিল, সামনে এবং পিছনের বাম্পার সহ নতুন এলইডি হেডলাইট এবং টেললাইট থাকবে।
XUVe.8: আগামী বছর যে সমস্ত গাড়ি আসছে তার মধ্যে রয়েছে Mahindra এর নতুন ইলেকট্রিক SUV। আসন্ন গাড়িটির নাম XUVe.8। Mahindra এর XUV 700 এর Re-branded version নতুন XUVe.8। এখনো অবধি লঞ্চের তারিখ সম্বন্ধে কিছু জানা যায়নি কিন্তু খবর আসছে যে, আগামী 2024 সালের শেষের দিকে গাড়িটি লঞ্চ হবে। XUVe.8-এ নতুন LED হেডলাইট, LED DRLs, ফ্রন্ট গ্রিল সহ অনেক বেশি Futuristic Design থাকছে। XUVe.8 গাড়িতে 80 kWh ব্যাটারি প্যাক সহ একটি ডুয়াল-মোটর সেটআপ রয়েছে গাড়িতে। গাড়িটি সর্বোচ্চ 230 PS শক্তি এবং 350 Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে।