Honda তাদের Elevate লঞ্চ করার পর জমে ওঠেছে 10 লক্ষ টাকার সেগমেন্ট। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আরো কয়েকটি গাড়ি আসতে পারে এই বাজারে। চলুন দেখে নেওয়া যাক 10 লাখের বাজেটে আর কী কী গাড়ি লঞ্চ হতে পারে।
Toyota Urban Cruiser Hyryder
জাপানি কোম্পানি Toyota এর সদ্যই লঞ্চ করা Urban Cruiser Hyryder গাড়িটির বাজারও দক্ষক করতে পারে। টয়োটাতে Regular 1.5L Naturally Aspirated Petrol ইঞ্জিন পাওয়া যায়। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম থাকবে 7.70 লক্ষ টাকা থেকে 13.40 লক্ষ টাকার মধ্যে।
Tata Punch
টাটার কমপ্যাক্ট SUV Punch। গাড়িটির CNG ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই। পাঞ্চের নতুন EV ভার্সন টেস্টিং করতে দেখা গিয়েছে Tata Motors কে। যদিও কবে বাজারে আসবে গাড়িটি তা এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে Punch EV গাড়িটি 10 থেকে 10.5 লাখের এক্স শোরুম দামের সাথে আসবে।
Nissan Magnite Kuro Special Edition
আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Nissan Magnite Kuro। নতুন Magnite XV MT, Magnite Turbo XV MT, এবং Magnite Turbo XV CVT ভেরিয়েন্টে আসছে বাজারে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় Magnite Kuro Special Edition এর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র অনেক বেশী কালো হতে চলেছে। কয়েকদিন আগেই গাড়িটির Pre-booking শুরু করেছে Nisaan।
Mahindra Bolero Neo Plus
Scorpio ক্লাসিকের সমগোত্রীয় Bolero Neo Plus আসছে বাজারে। সেপ্টেম্বর মাসেই বাজারে আসবে গাড়িটি। একাধিক সিটিং কনফিগারেশনের অপশন থাকবে। Bolero গাড়িতে 2.2-লিটার ডিজেল ইঞ্জিন থাকছে যা 120PS শক্তি উৎপন্ন করতে পারে। 10 লক্ষ টাকার এক্স শোরুম দামে Bolero Neo Plus লঞ্চ করতে পারে Mahindra।