Read In
Whatsapp

4 লাখের কম দামেই 33 কিমির মাইলেজ! দাম এবং মানে সেরা Maruti-র এই বেস্ট সেলার গাড়ি

Alto 800 বন্ধ করে বাজারে নতুন ধামাদার এই গাড়িটি নিয়ে এসেছে মারুতি সুজুকি, দেখে নিন সমস্ত ফিচারস

Advertisements

মারুতির Alto K10 যেমন সস্তা তেমনই ফিচারপ্যাকড। রেকর্ড মাইলেজের সাথে দাম কম হওয়ার কারণে alto আজও বেশ জনপ্রিয়। একইসাথে গাড়িটির লো মেন্টেন্যানস রেকর্ড আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে বাজারে। তাহলে চলুন গাড়িটির ফিচারস এবং দাম দেখে নেওয়া যাক। 4 লাখের কম দামেই 33 কিমির মাইলেজ! দাম এবং মানে সেরা Maruti-র এই বেস্ট সেলার গাড়ি

লুক এবং ডিজাইন : নতুন Maruti Suzuki Alto K10 গাড়িটির লুক এবং ডিজাইনও বেশ আকর্ষণীয়। গাড়িটির দরজা থেকে শুরু করে হাতল, ব্ল্যাক-আউট স্কিড প্লেট, পেশীবহুল বনেট, হ্যালোজেন হেডল্যাম্প সমস্ত কিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। বাকি ডিজাইন স্ট্যান্ডার্ড মডেল হিসাবে একই রয়েছে। তবে নতুন উন্নত ইঞ্জিন যোগ হয়েছে সেখানে। এছাড়া গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচও বেশ কম হওয়ার কারণে Alto K10 এর জনপ্রিয়তা বেড়েছে বহুখানি।

Advertisements

ইঞ্জিনের ক্ষমতা : Alto K10 গাড়িতে একটি 1.0 লিটারের K10C NA (Naturally Aspirated) পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেটি 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে। ক্ষমতার কথা বললে গাড়িটি মোট 66bhp শক্তি এবং 89Nm টর্ক তৈরি করে। 4 লাখের কম দামেই 33 কিমির মাইলেজ! দাম এবং মানে সেরা Maruti-র এই বেস্ট সেলার গাড়ি

মাইলেজ : গাড়িটির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্ট মাইলেজ দেয় 24.39 কিমি প্রতি লিটার। AMT ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 24.95 কিমি প্রতি লিটার। Alto K10 এর CNG ভার্সন 33 কিমি মাইলেজ দেয়।

ফিচারস : নতুন Maruti Suzuki Alto K10 গাড়িতে একটি মাল্টি-ফাংশনাল স্টিয়ারিং হুইল, মিনিমালিস্ট ড্যাশবোর্ড ডিজাইন, 7.0-ইঞ্চি স্মার্টপ্লে প্রো ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডুয়াল-টোন ফ্যাব্রিক আপহোলস্ট্রি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার উইন্ডোজ, ডুয়াল এয়ারব্যাগ এবং ম্যানুয়াল বৈশিষ্ট্য রয়েছে। 4 লাখের কম দামেই 33 কিমির মাইলেজ! দাম এবং মানে সেরা Maruti-র এই বেস্ট সেলার গাড়ি

দাম কত : K10 গাড়িটির পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম পড়বে 3.99 লক্ষ টাকা। CNG এবং ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে গাড়িটির দাম 5.70 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 6.49 লক্ষ টাকা। বাজারে বেশ কয়েকটি রঙের সাথে উপলব্ধ রয়েছে গাড়িটি।

About Author

Ritwik is an experienced automobile writer whose work has been featured in major publications. He is known for his insightful vehicle reviews and analysis of the latest automotive trends.