Read In
Whatsapp
Bike NewsNews

Bike News :দেশের সবথেকে সস্তা ABS মোটরবাইক এটি, কী বৈশিষ্ট্য রয়েছে এতে? না জানলে দেখে নিন

ভারতের বাজারে একগুচ্ছ বাইক লঞ্চ হয়। কিন্তু এর মধ্যে কিছু বাইকই থাকে যেগুলো আপনার জন্য উপযুক্ত। সাধারণত মাইলেজ, ইঞ্জিন এসবই দেখে থাকি আমরা কিন্তু তার পাশাপাশি সুরক্ষার বিষয়টাও মাথায় রাখা উচিত। আর এক্ষেত্রে ব্রেকিং এবং সাসপেনশন ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের বাজারে এই দিকে একটি মাত্র বাইক রয়েছে যা বেশ সস্তায় উন্নত মানের ব্রেকিং ফিচার দেয়।

বর্তমান সময়ে ব্রেকিং আরো সুরক্ষিত হয়ে ওঠেছে। আগে ডিস্ক ব্রেক সবচেয়ে সুরক্ষিত থাকলেও ধীরে ধীরে সেখানে পরিবর্তন এসেছে। চাকা যাতে কোনোভাবেই লক না হয়ে যায় সেজন্য ABS অর্থাৎ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো ফিচারস এসেছে। এই ফিচারস কোনো বাইকে থাকলে সেই বাইকটির চাকা স্কিড করতে পারেনা। হঠাৎ ব্রেকিংয়ের ক্ষেত্রেও চাকা লক করেনা, ফলে বিপদের ভয় কমে যায়। কিন্তু কোন বাইকে এই সুবিধা পাওয়া যায় ? চলুন জানাচ্ছি।

সাধারণত সমস্ত দামী বাইকে এই ফিচারস দেখা যায়। বর্তমানে মিড রেঞ্জেও এই ফিচারস এসেছে যদিও। হাই এন্ড বাইকে ডুয়াল চ্যানেল ABS এর সুবিধা দিয়েছে বিভিন্ন কোম্পানি। কিন্তু আজ আমরা যে বাইকটির বিষয়ে বলতে চলছি তার দাম ১ লাখেরও কম। আর এই বাইকটি বাজারে এনেছে বাজাজ অটোমোবাইল, গাড়িটি হলো Bajaj Platina 110 ABS। খুবই কম দামে এই গাড়িতে ABS এর মতো উন্নত ফিচারস পাবেন আপনি।

গাড়িতে আর কী কী ফিচারস রয়েছে তাও দেখে নিন :-

Bajaj Platina 110 ABS বাইকে রয়েছে 115 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ 9.81 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্সের সাথে 10.5 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে সেখানে। শক্তিশালী ইঞ্জিন থাকলেও 60 km/l মাইলেজ দিতে সক্ষম এই গাড়িটি। এছাড়া আপনি এখানে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল স্পিডোমিটার সহ দু চাকাতেই ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। এছাড়া রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এর সমর্থন।

Bajaj Platina 110 ABS এর দাম : সবচেয়ে সস্তা ABS বাইক এটি। টু হুইলার গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 79,821 টাকা। অর্থাৎ একদম সস্তায় নিয়ে যেতে পারেন গাড়িটিকে।

Back to top button