Read In
Whatsapp
FeaturedOther

15,000 টাকার বাজেটে সেরা 4 টি ফোন, দুর্দান্ত ক্যামেরার সঙ্গে পাবেন লম্বা ব্যাটারি! দেখে নিন কোনটা পছন্দ আপনার

প্রায় প্রতি সপ্তাহেই নিত্য নতুন স্মার্টফোন আসছে ভারতের বাজারে। প্রতিটি কোম্পানিই তাদের নতুন স্মার্টফোন এনে বেশিপরিমান বিক্রির চেষ্টা করছে। এবার Poco, iQOO, এবং Realme তো বটেই, সেইসাথে 15,000 টাকার বাজেটের মধ্যে ফোন লঞ্চ করেছে Samsung ও। তাহলে কোন ফোনটি আপনার জন্য সেরা হতে পারে? চলুন দেখা যাক।

1) iQOO Z6 Lite 5G : খুব বেশিদিন হয়নি ভারতের বাজারে এসেছে চিনা সংস্থা iQOO। কিন্তু তারপর থেকে খুব জলদি বাজার দখল করেছে তারা। iQOO Z6 Lite 5G বেশ শক্তিশালী Snapdragon 4 Gen 1 চিপসেটেএ সাথে আসে। 120Hz LCD ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারির 6GB+128GB ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে।

2) Redmi Note 12 5G : এই ফোনটির দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। যদিও আপনি যদি HDFC বা ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করেন তাহলে ইনস্ট্যান্ট 2,000 টাকার ছাড় পেয়ে যাবেন। সেই হিসেবে 14,999 টাকায় পেয়ে যাবেন এই নয়া ফোন।

3)Samsung Galaxy M14 5G : স্যামসাংয়ের এই মডেল আপনার জন্য দারুণ প্রমাণিত হতে পারে। বেশ বড় আকারের LCD ডিসপ্লের সাথে আসে ফোনটি। যেখানে কিনা 90Hz এর রিফ্রেশ রেট সহ Exynos 1330 চিপ এবং 6,000mAh এর ব্যাটারি রয়েছে। ফোনটির 4 GB RAM এবং 128 GB ভার্সনের জন্য আপনাকে 14,490 টাকা দিতে হবে।

4) Realme Narzo N53 5G : 6 GB RAM এর এই ফোনটির বেশ সস্তায় উপলব্ধ। 5000 mAh ব্যাটারির সাথে 6GB+128GB ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র 10,990 টাকা। উল্লেখ্য যে, আপনি এই ফোনে ডায়নামিক মেমরি ও পেয়ে যাবেন।

Back to top button