
টাটা মোটরস সম্প্রতি তাদের গাড়ির ওপর বড় ছাড়ের ঘোষণা করেছে। কোম্পানি তাদের বিভিন্ন গাড়ি যেমন Nexon থেকে Tiago ইত্যাদি গাড়ির ওপর 1,20,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। আসলে এই ছাড় পাওয়া যাচ্ছে কারণ গাড়িগুলো তৈরী করতে যে ব্যাটারীর প্রয়োজন পড়ে সেখানে দামে পতন এসেছে।
Tata Nexon, Tiago EV ইত্যাদির দাম কমলেও নতুন Punch EV গাড়িটির দাম অপরবর্তিত রয়েছে। দাম কমার পর থেকে Tata Tiago EV গাড়িটির দাম শুরু হবে 7.99 লক্ষ টাকা থেকে। Nexon EV-এর দাম পড়বে 14.49 লক্ষ টাকা থেকে। লং-রেঞ্জ Nexon EV-এর দামেও ছাড় রয়েছে, এই গাড়িটির শুরু হচ্ছে 16.99 লক্ষ টাকা থেকে।
বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (TPEM)-এর চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীভাতসা এক রিলিজে বলেছেন, “ব্যাটারির খরচ একটি ইভির সামগ্রিক খরচের উল্লেখযোগ্য অংশ নিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে ব্যাটারি সেলের দাম কমে যাওয়ার কারণে এবং অদূর ভবিষ্যতে সেগুলোর সম্ভাব্য হ্রাসের কথা বিবেচনা করেই গ্রাহকদেরকে এই বেনিফিট দেওয়া সম্ভব হচ্ছে।”
উল্লেখ্য যে, Tata Tiago EV লঞ্চ হয় গত অক্টোবর 2022-এ। লঞ্চের সময় গাড়িটির দাম ছিল 8.49 লক্ষ (এক্স-শোরুম) টাকা । Tata Tiago EV-তে দুটি ব্যাটারি প্যাক বিকল্প রয়েছে। একটিতে রয়েছে 24 kWh ব্যাটারি প্যাক যার MIDC রেঞ্জ 315 কিমি। আরেকটি বিকল্প রয়েছে 19.2 kWh ব্যাটারি প্যাক, সেখানে 250 কিমি রেঞ্জ রয়েছে।