Read In
Whatsapp
FeaturedOther

মাত্র 832 টাকা দিয়ে ঘরে নিয়ে আসুন Samsung Galaxy M33 5G, অফার মিস করলে ঠকবেন

Samsung, Samsung Galaxy M33 5g, Offer, Discount, স্যামসাং, স্যামসাং গ্যালাক্সি M33 5G, অফার, ছাড়,

বর্তমানে মোবাইল সহ ইলেক্ট্রিক পণ্যগুলির ওপর দাম বেড়েছে অনেকখানি। তবে অনলাইনে মাঝেমধ্যেই সেগুলিকে বিশেষ ছাড়ে পাওয়া যায়। সদ্যই স্যামসাংয়ের (Samsung) এর Galaxy M33 5G বেশ বড় অংকের সাথে পাওয়া যাচ্ছে। অফার চলাকালীন অ্যামাজন থেকে এই মোবাইলটি নিলে আপনার পকেটের ওপর তেমন চাপও পড়বেনা।

Samsung Galaxy M33 5G স্মার্টফোনে বেশ বড় অংকের অফার দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইট Amazon এই ছাড় দিচ্ছে। Samsung Galaxy M33 5G ফোনটিতে বুঝতেই পারছেন যে, 5G নেটওয়ার্কের সাপোর্ট রয়েছে। ডিসপ্লে হিসেবে এখানে রয়েছে 6.6-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে। এটি Gorilla Glass 5 এর প্রোটেকশনের সাথে আসে।

ফোনটিতে শক্তি দেওয়ার জন্য রয়েছে Samsung এর নিজস্ব Exynos 1280 প্রসেসর। ছবি প্রেমীদের জন্য রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে মেন ক্যামেরাটি 50MP-এর। সাথে 5MP এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP এর ম্যাক্রো সেন্সর এবং 2MP এর ডেপথ ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য 8MP এর ফ্রন্ট ক্যামেরাও রয়েছে সেখানে। 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে 6000mAh ব্যাটারির সাথে আসে ফোনটি।

Samsung Galaxy M33 5G-তে কী অফার রয়েছে: এই ফোনে ব্যাঙ্ক এবং নো-কস্ট ইএমআই-এর অপশন পাবেন আপনি। Samsung এর এই স্মার্টফোনটি Amazon-এ 25,999 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এই অংক দিতে হবেনা আপনাকে। ফোনের ওপর 29% ছাড় দিচ্ছে Samsung।

Amazon এর তরফে দেওয়া ছাড়ের পর মাত্র 18,499 টাকায় ফোনটি কিনতে পারবেন আপনি। উল্লেখ্য যে, HSBC ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে আরো 250 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। একেবারে দেওয়ার মত টাকা না থাকলেও মাসে মাত্র 832 টাকার No Cost EMI উপলব্ধ থাকছে আপনাদের জন্য।

Back to top button