ভারতের বাজারে স্কুটারের বিক্রি বেড়েছে। আর তাতে রেকর্ড পরিমাণ অংশ দখল করেছে Honda Activa। শুধু আজ নয়, বিগত বহু সময় ধরেই Activa স্কুটারটি ভারতের বাজারে বেস্ট সেলিং স্কুটার। সম্প্রতি এই স্কুটারের লিমিটেড এডিশন লঞ্চ করেছে Honda (Honda Activa 6G)।
Honda Activa 6G তে একটি 109.51 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিন মোট 7.84 PS শক্তি এবং 8.90 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটি থেকে মোট 50 kmpl এর মাইলেজ পাওয়া যায়
Honda Activa 6G স্কুটারে স্মার্ট কী, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো ফিচার পাওয়া যাচ্ছে। আমরা 110 সিসির ড্রাম ব্রেক ভেরিয়েন্টটির বিষয়ে বলছি। নতুন Activa তে H-Smart ফিচারস সহ টিউবলেস টায়ার রয়েছে। আধুনিক সমস্ত বৈশিষ্ট্য উপস্থিত এই গাড়িতে। এছাড়া রয়েছে analog console। সিটের তলায় 18 লিটারের বুট স্পেস পাওয়া যায়।
দাম: Honda Activa 6G Limited Edition স্কুটারের টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 82,734 টাকা এবং সেটির অন-রোড দাম পড়বে 97,629 টাকা। উল্লেখ্য যে, ফাইন্যান্স প্ল্যানের সাহায্যে মাত্র 11000 টাকাতেই স্কুটারটি কিনতে পারেন আপনি। বাকি টাকা 36 মাসের জন্য ঋণ নিলে 9.7% সুদের হারের সাথে মাসিক খরচ হবে মাত্র 2783 টাকা।