Read In
Whatsapp
FeaturedOther

মুকেশ আম্বানির ড্রাইভারের বার্ষিক বেতন একজন সাধারন ভারতীয়র সারা জীবনের রোজগারের সমান

ভারতের তথা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নাম রয়েছে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির। বিলিয়নিয়ার আম্বানি পরিবারের শখ আহ্লাদের কথা কেনা জানে। খরচ করতে পিছপা হননা মুকেশ আম্বানি। তবে শুরু নিজেদের জন্য নয়, আম্বানি কিন্তু তার কর্মচারীদেরও দারুণ স্বাচ্ছন্দ্যে রাখেন। কিন্তু জানেন কি তার ড্রাইভারের বেতন কত?

মুকেশ আম্বানি তার কর্মচারীদের মোটা অংকের বেতনের পাশাপাশি অনেক সুযোগ-সুবিধাও প্রদান করে থাকেন। কিন্তু জানেন কি সেই অংকের পরিমাণ? আসলে এই নিয়ে গত ২০১৭ সালে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দাবী করা হয় যে, আম্বানি তার কর্মচারীদের মাসিক ২ লক্ষ টাকা বেতন দিয়ে থাকেন! তার প্রায় সমস্ত কর্মচারীরাই একই বেতন পেয়ে থাকেন।

বাবুর্চি থেকে ড্রাইভার, সবাই মাসে ২ লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। কিন্তু শুধু বেতন নয়, ইন হ্যান্ড স্যালারির পাশাপাশি রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা। তাঁদের স্বাস্থ্য বীমা রয়েছে তো বটেই, ড্রাইভার সহ অ্যান্টিলিয়ার যে কোনও কর্মীর সন্তানদের পড়াশোনার জন্য ভাতা দেন মুকেশ আম্বানি। এছাড়া আম্বানির কর্মীদের অনেক সন্তান আজ বিদেশেও পড়াশোনা করছে। সেই দায়িত্বও সামলান রিলায়েন্সের মালিক।

কর্মীদের বেশ গুরুত্ব দেন মুকেশ আম্বানি। আর এই বিষয়ে আরো ভালো বুঝতে পারবেন একটি ঘটনার মাধ্যমে। জানা যায় অতীতে আকাশ আম্বানি নাকি এক কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে, আর সেই বিষয় মুকেশ আম্বানির কানে পৌঁছানোর সাথে সাথেই ছেলেকে ক্ষমা চাইয়েছিলেন মুকেশ আম্বানি। উল্লেখ্য যে, কর্মীরাও তার সাথে অ্যান্টিলিয়াতেই বসবাস করেন।

Back to top button