Read In
Whatsapp
Featured

Activa এর বাজার ছিনিয়ে নিল TVS, নতুন স্কুটার এল অনেক বেশি প্রযুক্তির সাথে আরো সস্তায়

বাইক এবং স্কুটারের চাহিদা বেড়েই চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুইচাকার বাজারে পরিণত হয়েছে ভারত। কিন্তু সেখানেই থেমে নেই বাজার, ধীরে ধীরে পরিসরে আরো বাড়তে থাকছে এই সেগমেন্ট। আর এই বাজারের, বিশেষ করে স্কুটারের ক্ষেত্রে বড় জায়গা দখল করেছে TVS Jupiter। নতুন SmartXonnect প্রযুক্তির সাথে স্কুটারের বিক্রিও বেড়েছে অনেকখানি।

সম্প্রতি TVS তাদের Jupiter এর নতুন SmartXonnect মডেল লঞ্চ কর তাক লাগিয়ে দিয়েছে। Activa এর থেকে অধিক মাইলেজ দেয় Jupiter (62kmpl)। আবার দামও কম। মাত্র 72,000 টাকা থেকে স্কুটারের দাম শুরু হচ্ছে।

নীচে বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম দেওয়া হলো

TVS Jupiter SMW – 72,340 টাকা
TVS Jupiter ZX Disc – 85,213 টাকা
TVS Jupiter Smartxonnect – 96 855 টাকা
TVS Jupiter Classic – 88, 648 টাকা
(আপনাদের জানিয়ে দিই যে, উল্লেখিত সমস্ত মূল্যই এক্স-শোরুমের দাম)

নতুন ভার্সন ZX Drum SmartXonnect সস্তায় ZX এর সমস্ত ফিচার নিয়ে হাজির। স্টারলাইট ব্লু এবং অলিভ গোল্ড রংয়ের সাথে লঞ্চ করেছে TVS। বাজারে গাড়িটি 96,855 টাকায় (এক্স-শোরুম) লঞ্চ হয়েছে। মাইলেজ এবং দামের সাথে সাথে স্কুটারের ডিজাইনও Activa এর চেয়ে উন্নমানের। Jupiter এ রয়েছে 110CC এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই স্কুটার সর্বোচ্চ 8.8 এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সিটের নীচে 21 লিটার আন্ডার সিট স্টোরেজ পাবেন আপনি।

6 লিটারের স্টোরেজ সম্পন্ন এই স্কুটিটিতে লাইটিংয়ের জন্য রয়েছে LED হেডলাউট। যদিও টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্পে হ্যালোজেন লাইটের ব্যবহার হয়েছে। সামনে এবং পিছনে, দু চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এই বাইকে। তবে টিভিএস জুপিটারের সিটের উচ্চতা মাত্র 765 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ কম (163 মিলিমিটার)।
এক নজরে স্কুটারের দাম

Back to top button