Read In
Whatsapp
Electric Vehical

দু-চাকা নয়, মার্কেট কাঁপাতে তিন চাকার ই-সাইকেল এনে তাক লাগাল এই সংস্থা! ফুল চার্জে দৌড়াবে 48 কিমি

ইলেক্ট্রিক সাইকেলের বাজার বেড়েই চলেছে। কিন্তু যারা সাইকেল চালাতে জানেন না অথবা বিশেষভাবে সক্ষম তাদের জন্য চলে এসেছে নতুন ট্রাই সাইকেল। এখানে দুটি নয়, তিন চাকার সাইকেল রয়েছে। মালপত্র বহনের জন্যও বেশ কাজে আসবে এই সাইকেল। 48 কিমি রেঞ্জের সাইকেলটি নিয়ে এসেছে Viribus Trike। কেমন পারফর্ম করে সাইকেলটি?

ইলেক্ট্রিক সাইকেলে রয়েছে অপেক্ষাকৃত বড় 35V 10AH এর ব্যাটারি। সাইকেলে উপস্থিত 250 ওয়াটের মোটরের সর্বোচ্চ আউটপুট রয়েছে 500 ওয়াট। যদিও খুব বেশী দ্রুত গতিতে দৌড়াতে পারেনা এই বাইক। সর্বোচ্চ 24 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে সাইকেলটি। বেশ হালকা ওজনের সাইকেলটি সহজেই চালানো সম্ভব।

আপাতত 24 এবং 26 ইঞ্চি, এই সাইজে পাওয়া যায় সাইকেলটি। 48 কিমি রেঞ্জের সাইকেলটি ফুল চার্জ হতে 4 থেকে 6 ঘণ্টা সময় লাগে। মোট 6টি রংয়ে উপলব্ধ সাইকেলটির দাম রয়েছে 899 ডলার (ভারতীয় মুদ্রায় 63 হাজার টাকা)। সাইকেলে থাকা 3.5 ইঞ্চির ডিসপ্লেতে সমস্ত আপডেট সেখানেই পেয়ে যাবেন।

উল্লেখ্য, সাইকেলটি Viribus আরো একটি সাইকেলের ঘোষণা করেছে। কমদামে মাত্র 399 ডলারেই উপলব্ধ রয়েছে সেটি। হাই-কার্বন স্টিল দিয়ে তৈরি এই সাইকেলটির ওজন 204 কেজি। ইউরোপ আমেরিকার মাটিতে বেশ বিখ্যাত হয়ে উঠছে এই ধরণের সাইকেলগুলো।

Back to top button