এবার ভ্রমণ হয়ে যাচ্ছে আরো সস্তা। অবশ্য শুধু সস্তা বললেও ভুল বলা হয়। একদম জলের দরে ঘুরে বেড়াতে পারবেন আপনি! আসলে সমপ্রতি বাজারে এসেছে টাটা কোম্পানির নতুন বাইক Stryder Zeeta Plus। পরিবেশ দূষণ থেকে শুরু করে আপনার গাঁটের কড়ি, সবই থাকবে বেশ সুরক্ষিত। চলুন এই বৈদ্যূতিক বাইকের সমস্ত ফিচারস দেখে নিন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Tata কোম্পানির সাবসিডিয়ারি ব্র্যান্ড Stryder শক্তিশালী বৈশিষ্ট্য এবং খুব সাশ্রয়ী মূল্যের সাথে বাজারে তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল Zeeta Plus এনেছে। Zeeta Plus-এ Stryder এ রয়েছে 36W/6AH ব্যাটারি প্যাক। সর্বোচ্চ 40 কিমি রেঞ্জ দিতে সক্ষম Stryder Zeeta Plus।
250 W এর BLDC হাব মোটর এবং 36V এর ব্যাটারি প্যাক সর্বোচ্চ 25 কিমি বেগে সাইকেলটিকে ছুটতে সাহায্য করে। সহজেই 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে সাইকেলটি। সাইকেলের ওপর 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে টাটা।
সাইক্লিং যাদের শখ তাদের জন্য দারুণ এই নতুন বাইক। নতুন জেনারেশনের এই বাইকটি আপনার শরীরচর্চা এবং স্বাচ্ছন্দ্য উভয়ই থাকতে চলেছে। এছাড়া রয়েছে অটো-কাট ব্রেক। দুই চাকতেই থাকছে ডিস্ক ব্রেক। এছাড়া স্টিল ফ্রেমের এই বাইকটি বেশ মজবুত মানের হওয়ায় আপনাকে বেশ সুবিধাও দেয়। সাথে দামের পরিমাণও বেশ কম। চলুন সেই নিয়েও জানাই আপনাদের।
Tata Stryder Zeeta Plus বাইকটির দাম রয়েছে 26,995 টাকা। সবুজ এবং ধূসর এই দুই রংয়ে উপলব্ধ রয়েছে সাইকেলটি। এছাড়া Voltic 1.7, ETB 100 এবং Voltic Go এই তিনটি বাইকও বিক্রি করে টাটা স্ট্রাইডার।
b