Read In
Whatsapp
Electric Vehical

একবার চার্জ দিলেই 165 কিমি মাইলেজ দেয় এই স্কুটার, বাকি ফিচার্সও ঝাক্কাস! দাম কত?

ইভি স্কুটার বাজারে নতুন ক্রেজ। নতুন প্রযুক্তির সাথে স্পোর্টি লুক এবং সস্তা হওয়ার কারণে এধরণের স্কুটার বেশ পছন্দ করছে সবাই। স্কুটারগুলিতে অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেকগুলির মতো উন্নত ফিচারসও রয়েছে। আজ এমন কিছু ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানাতে চলেছি যাদের মাইলেজ বেশি। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

Okinawa Praise
এই স্কুটারটিতে একটি ভেরিয়েন্ট এবং 8টি রঙের বিকল্পে কেনা সম্ভব। 72V/45Ah ব্যাটারি প্যাক সহ স্কুটারটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম 90,282 টাকা। Okinawa Praise স্কুটারে 1000 W পাওয়ার মোটর রয়েছে। নিরাপত্তার জন্য স্কুটারটির সামনে এবং পিছনে উভয় দিকেই রয়েছে ডিস্ক ব্রেক।

স্কুটারটিতে LED হেডল্যাম্প এবং DRL দেখতে পাবেন আপনি। মোট তিনটি মোড রয়েছে এই স্কুটারে। সর্বোচ্চ 35 kmph এর গতিতে ছুটতে পারে Okinawa Praise। স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হলে 88 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম এবং সেটি 8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।

Hero Electric NYX HX
Hero electric এর এই স্কুটার একটি ভেরিয়েন্ট এবং দুটি রঙের বিকল্পে পাওয়া যায়। 86,490 টাকা এক্স শোরুম দামে বিক্রি হচ্ছে স্কুটারটি। Hero Electric NYX HX 600 W এর পাওয়ার মোটর মোট 42 kmph এর সর্বোচ্চ গতি দেয়। স্কুটারের সামনে এবং পিছনে উভয় টায়ারেই ড্রাম ব্রেক থাকছে।

স্কুটারে থাকা 51.2V/30Ah এর ডুয়াল ব্যাটারি একবার চার্জে 165 কিলোমিটার ড্রাইভিং রেঞ্জ দেয়। স্কুটারটি মাত্র পাঁচ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। সাপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে সুইংআর্ম-লিঙ্কড ডুয়াল শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে।

Back to top button