ভারতের বাজারে এখন বৈদ্যুতিক স্কুটারের ছড়াছড়ি। আছে স্টার্টআপ সংস্থা Ola, Ather আবার প্রতিষ্ঠিত কোম্পানি যেমন Hero, TVS, Bajaj ইত্যাদি। কিন্তু 1.5 লাখের বাজেটে কোন কোন বৈদ্যুতিক স্কুটার আপনাকে দীর্ঘ দূরত্ব যেতে সাহায্য করবে তা হয়তো অনেকেই জানেন। চলুন আপনাদের জানাই বাজেটের মধ্যে সেরা মাইলেজের বৈদ্যূতিক স্কুটার কোনগুলো।
1) Vida V1: Vida সিরিজটি হলো Hero Motocorp এর শাখা। Vida নামে নতুন বৈদ্যুতিক স্কুটার লাইনআপ নিয়ে এসেছে Hero। V1 স্কুটারের রেঞ্জ রয়েছে 110 কিমি এবং সেটি মোট 80kmph গতিতে ছুটতে সক্ষম। বাজারে এই স্কুটারের দাম 1,41,746 টাকা।
2) iVOOMi S1: 120 কিমি মাইলেজ দিচ্ছে iVOOMi এর S1 স্কুটার। সর্বোচ্চ 55kmph এর গতি সহ S1 এর দাম 84,999 টাকা।
3) Okinawa ipraise +: 137 কিমি রেঞ্জ দিচ্ছে নতুন Okinawa ipraise+। এছাড়া সেটি 65 kmph গতিতে চলতেও সক্ষম। 4-5 ঘন্টায় সম্পূর্ন চার্জ হয়ে যায় এবং iPraise+ এর দাম রয়েছে 1,45,965 টাকা।
4) Hero NYX HX: Hero NYX HX জনপ্রিয় ফ্লিট ভেহিকেল স্কুটার। স্কুটারটি মোট 138 কিমি রেঞ্জ দেয় । সর্বোচ্চ 42 kmph গতির সাথে NYX HX সম্পূর্ণ চার্জ হতে 4-5 ঘন্টা সময় নেয়। স্কুটারটির দাম 86,490 টাকা।
5) TVS iQube ST: TVS এর iQube সিরিজের স্কুটার গুলোর জনপ্রিয়তা দারুণ রয়েছে। iQube ST 145 km রেঞ্জ দেয় এবং একইসাথে 82kmph এর সর্বোচ্চ গতিতে ছুটতে সক্ষম। iQube ST এর দাম রয়েছে 1,25,000 টাকা।
6) Ather 450X: এই মুহুর্তে দ্বিতীয় সর্বোচ্চ বৈদ্যূতিক স্কুটার বিক্রি করে ather। তাদের 450X স্কুটারটি যেমন শক্তিশালী তেমনই দারুণ মাইলেজ দেয়। আপনাদের জানিয়ে রাখি যে, Ather 450X মোট 150 কিমি মাইলেজ দেয়। 90 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম এই স্কুটারের এক্স শোরুম দাম পড়বে 1,44,921 টাকা।
7) Ola S1 Pro: Ola S1 Pro দারুণ হিট একটি বৈদ্যুতিক স্কুটার। ola এর সফল হওয়ার পিছনে এই স্কুটারের মস্ত ভূমিকা রয়েছে। সবচেয়ে বড় বৈদ্যুতিক দুই চাকা কোম্পানি হয়ে ওঠেছে Ola Electric। 120 kmph গতিতে ছুটতে সক্ষম এবং সেই সাথে 195 কিমি রেঞ্জ দিতে সক্ষম স্কুটারটি। দাম মাত্র 1.47 লক্ষ টাকা।
(ওপরোক্ত সমস্ত মূল্যই ভারতীয় মুদ্রায় এক্স শোরুম দাম)