Read In
Whatsapp
Electric Vehical

বাজারে আসছে নতুন Hero Electric Scooter, একবার চার্জ দিলেই দৌড়াবে ৮৫ কিমি

বর্তমানে জ্বালানি গাড়ির পরিবর্তে মানুষ এখন ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ঝুঁকেছে। বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইকগুলোর দাম সাধারণ জ্বালানি চালিত যানবাহনের থেকে একটু বেশি হলেও জ্বালানির জ্বলুনি থেকে মুক্তি মিলবে। কিন্তু চিন্তা নেই, আজ যে স্কুটার নিয়ে বলতে চলেছি সেটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। সস্তায় ভালো ই-স্কুটারের জন্য হিরো নিয়ে এসেছে তাদের নতুন ই-স্কুটার।

Hero Electric বাজারে এনেছে তাদের ব্র্যান্ড নিউ Hero Electric Flash। মোট 85 কিমি রেঞ্জ পেয়ে যাবেন এখানে। সর্বোচ্চ 25 কিমি গতিতে ছুটতে সক্ষম Hero Electric Flash। ই-স্কুটারের মোট ওজন 72.5 কেজি। মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই সেটি সম্পূর্নরুপে চার্জ হয়ে যায়। 59,640 প্রারম্ভিক মূল্যের সাথে বাজারে বিক্রি হচ্ছে স্কুটারটি।

Hero Electric Fladh স্কুটারটির সামনের দিকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। নিরাপত্তার জন্য Hero Electric Flash- এর উভয় চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সম্মিলিত ব্রেকিং সিস্টেম সমেত স্কুটারটিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে।

120 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমেত দ্রুত গতির স্কুটারটি যা খারাপ রাস্তাতেও হাই-পারফরম্যান্স দেয়। ওডোমিটার, ডিজিটাল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ আসে Hero Electric Flash। বাজারে এই স্কুটারটি TVS XL EV, LML Star, Gleev Motors Protos, Suzuki Burgman Electric এর সাথে বড় প্রতিযোগিতায় নামছে।

Back to top button