![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/Simple-One-VS-Vida-V1-Pro1.jpg)
সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। দ্রুত বেড়েছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। বর্তমানে Hero এর Vida V1 Pro এর সাথে বাজার ধরার লড়াইয়ে রয়েছে Simple One। চলুন দুই স্কুটারের মধ্যে পার্থক্য দেখে নিন।
Simple One
এই স্কুটারে শক্তি রয়েছে 8500V এর। বর্তমানে স্কুটারটির এক্স শোরুম দাম 1.45 লক্ষ টাকা। একবার চার্জে মোট 212 কিমি মাইলেজ দেয় ইলেকট্রিক স্কুটারটি। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 1.50 লক্ষ টাকা। দুটি ভেরিয়েন্ট এবং 4টি রঙের সাথে বিক্রি হচ্ছে স্কুটারটি। ফাস্ট চার্জারের সাহায্যে 3 ঘণ্টাতেই শূন্য থেকে 80% চার্জ হয়ে যায়।
স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 105 কিমি প্রতি ঘণ্টা। স্কুটারে মোট 5 kWh ব্যাটারি প্যাক রয়েছে। ডুয়াল টোন কালার অপশনের সাথে 30 লিটার আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। 7-ইঞ্চি TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখতে পাবেন আপনি।
Vida V1 Pro![]()
হিরো মোটকর্পের সাবসিডিয়ারি কোম্পানি Vida। ইলেক্ট্রিক স্কুটারের বাজারে Vida’র প্রথম গাড়ি নিয়ে Vida V1। ৮০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই গাড়িটির রেঞ্জ ১৬৫ কিমি! গাড়িটির ব্যাটারি তিনবছরের ওয়ারেন্টির সাথে আসে। ১.৪১ লক্ষ টাকায় V1 গাড়িটি লঞ্চ করেছে হিরো।