Read In
Whatsapp
Electric Vehical

S1X+ স্কুটারে বিপুল ছাড় দিল Ola, 1 লাখের বহু কমে নিয়ে যান দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

বৈদ্যুতিক স্কুটারের বাজারে রেকর্ড সেল করছে Ola। বর্তমানে ইলেকট্রিক স্কুটারের মার্কেটের 35% একাই দখল করে রয়েছে তারা। এরইমধ্যে বছরের শেষ প্রান্তে এসে বড়সড় ছাড়ের ঘোষণা করেছে Ola। কিছুদিন আগেই লঞ্চ করা S1X+ স্কুটারে মিলছে 20 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট।

কয়েকমাস আগেই বাজারে লঞ্চ হয় নতুন S1X। আর এবার 20 হাজার টাকা ছাড়ের সাথে স্কুটারটির বর্তমান এক্স-শোরুম দাম 89,999 টাকা। 1 লক্ষ টাকার থেকেও দাম কমার সাথে সাথে দারুণ অপশন হয়ে ওঠেছে Ola S1X+। আগামী 31 শে ডিসেম্বর পর্যন্তই উপলব্ধ থাকবে অফার। বছর শেষ হওয়ার আগে স্টক খালি করতেই অফারের ঘোষণা করেছে Ola।

source : teambhp

Ola S1X+ স্কুটারে রয়েছে 3 kwh ব্যাটারি প্যাক। এই ব্যাটারির ওপর 3 বছর অথবা 40,000 কিলোমিটারের ওয়ারেন্টি পাবেন আপনি। ব্যাটারি একবার ফুল চার্জ হলে মোট 151 কিলোমিটারের দিতে সক্ষম। এছাড়া ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় 7.4 ঘণ্টা। প্রসঙ্গত, মাত্র 3.3 সেকেন্ডেই স্কুটারটি 0-40 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এবং সেটির টপ স্পিড 90 কিমি প্রতি ঘণ্টা।

ফিচারসের দিক দিয়েও বেশ শক্তিশালী Ola S1X+। থাকছে ইন্টারনেট কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি, অ্যাপ সাপোর্ট, 5 ইঞ্চি ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার সহ ওডোমিটার, বিভিন্ন রাইডিং মোড, ফোন কল, SMS সাপোর্ট, নেভিগেশন ইত্যাদির মতো সুবিধা।

Back to top button