Ola Electric সদ্যই একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। S1X সিরিজের লেটেস্ট স্কুটার বাজারে এনেছে কোম্পানি। সেখানে নতুন 6 kW এর মোটর এবং 4kWh এর ব্যাটারি রয়েছে যা 190 কিমি মাইলেজ দিতে সক্ষম। নতুন এই স্কুটারের দাম শুরু হচ্ছে 1,09,000 টাকা থেকে। আগামী এপ্রিল মাস থেকে স্কুটারের ডেলিভারী শুরু করবে ওলা। এছাড়া জানিয়ে রাখি যে, লেটেস্ট স্কুটারে যে ব্যাটারি রয়েছে তাতে 8 বছর অথবা 80,000 কিমি পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যাবে।
ব্যাটারি লাইফ নিয়ে ক্রেতাদের উদ্বেগ দূর করতেই Ola এমন পদক্ষেপ নিয়েছে। কোনও অতিরিক্ত খরচ না করেই বর্ধিত ব্যাটারি ওয়ারেন্টি ছাড়াও, Ola জানিয়েছে যে তারা ভারত জুড়ে পরিষেবা এবং চার্জিং নেটওয়ার্ক প্রসারিত করবে। নতুন S1X 4 kWh ব্যাটারির সাথে 190 কিলোমিটার অবধি ছুটতে সক্ষম। আর এই ড্রাইভিং রেঞ্জের সাথে স্কুটারটির সর্বোচ্চ গতি রয়েছে 90 কিমি প্রতি ঘন্টা।
নতুন Ola S1X মাত্র 3.3 সেকেন্ডেই শুন্য থেকে 40 kmph গতিতে ছুটতে সক্ষম। 2024 Ola S1X 4 kWh রেড ভেলোসিটি, মিডনাইট, ভোগ, স্টেলার, ফাঙ্ক, পোর্সেলিন হোয়াইট এবং লিকুইড সিলভার রঙের সাথে উপলব্ধ। ই-স্কুটারটি ওলার Gen 2 প্ল্যাটফর্ম দ্বারা আন্ডারপিন করা হয়েছে। উল্লেখ্য Ola S1X সিরিজটি বিভিন্ন আকারের ব্যাটারি সাইজের সাথে আসে। আপনি নিজের পছন্দমত 2 kWh, 3 kWh এবং 4 kWh ব্যাটারি বিকল্পের সাথে স্কুটারটি কিনতে পারেন।
Ola S1X স্কুটারের 2 kWh ভেরিয়েন্টের জন্য প্রারম্ভিক দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। 3 kWh ব্যাটারি প্যাক সমেত স্কুটারের দাম 89,999 টাকা। 4 kWh ব্যাটারির সাথে স্কুটারটি 20,000 টাকা ব্যয়বহুল। Ola রেঞ্জ টপিং S1 Pro স্কুটারের এক্স শোরুম দাম 1,47,499 টাকা।