Read In
Whatsapp
Electric Vehical

ফ্লিপকার্টের পর এবার অ্যামাজনেও পাবেন ই-স্কুটার, শোরুমে না গিয়ে বাড়িতে বসেই করুন অর্ডার! দাম কত?

ইলেক্ট্রিক স্কুটারের উচ্চ-চাহিদা রয়েছে ভারতের বাজারে। গাড়িগুলোর জন্য ভিড় উপচে পড়ছে। শোরুমে আসা মাত্রই বিকিয়ে যাচ্ছে গাড়িগুলো। অনলাইনেও বুক করতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনাকে শোরুমে গিয়ে আর লাইন দেওয়ার প্রয়োজন পড়বেনা। কিন্তু এবার ই-কমার্স সাইটেও দেদার গাড়ি বিক্রি করছে কোম্পানিগুলো।

আর দরকার নেই অন্য কোথাও যাওয়ার, ফ্লিপকার্টের পর এবার অ্যামাজনেও মিলবে ইলেকট্রিক স্কুটার! এর আগে ম্যাটার এরা নামের এক সংস্থা ফ্লিপকার্টে ইলেকট্রিক বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দেয়। আর অ্যামাজনে গাড়ি বিক্রি করবে হিরো ইলেকট্রিক! একাধিক ইলেকট্রিক স্কুটার থাকলেও অ্যামাজনে অপ্টিমা গাড়িটির বিক্রি বহু বেশি।

অ্যামাজন থেকেই হিরো অপটিমা গাড়িটি কিনতে পারেন আপনি। এই ইলেকট্রিক স্কুটারের 48V 28AH ব্যাটারি প্যাক রয়েছে যা ফুল চার্জে 70 কিলোমিটার অবধি ছুটতে পারে। ব্যাটারিটি 5 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। 250 ওয়াটের BLDC মোটর বেশ শক্তিশালী পারফরম্যান্স দেয়। আপনি এই গাড়িতে 25 কিমি প্রতি ঘন্টা গতিতে যেতে পারেন।

এখানে উল্লেখযোগ্য যে, গাড়িটির জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়েনা। এছাড়া রেজিস্ট্রেশন ছাড়াও গাড়িটি নিয়ে বেরোতে পারবেন। আপাতত অ্যামাজনে গাড়িটির দাম রয়েছে 1.30 লক্ষ টাকা। তবে শুধু অপটিমা নয়, আপনি সেইসাথে আরো একাধিক স্কুটার দেখতে পারেন সেখানে।

Back to top button