Honda ভারতে নানান ধরণের বাইক এবং স্কুটার বিক্রি করে। বাইকগুলো যেমন মানুষের খুবই পছন্দের তেমনই স্কুটারের মধ্যে Activa এর বেশ বড় বাজার রয়েছে। Honda Activa 7G নিয়ে কথা চলার সাথে সাথেই স্কুটারের বৈদ্যুতিক ভার্সন নিয়ে হাইপ তৈরি হয়। সদ্যই সেই নিয়ে নতুন আপডেট এসেছে, চলুন দেখে নেওয়া যাক কি জানা যাচ্ছে Honda Activa EV নিয়ে।
আনুষ্ঠানিকভাবে Honda তাদের Activa এর Electric Version লঞ্চ করার ঘোষণা করেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে Activa-এর বৈদ্যুতিক সংস্করণ নিয়ে আপডেট জানা গিয়েছে। জাপানে একটি ইভেন্ট চলাকালীন Activa EV প্রথমবার সামনে আসে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী 2024 সালে প্রথমবারের জন্য স্কুটারটি লঞ্চ হবে।
জাপানে আয়োজিত ইভেন্টে Honda Activa EV ছাড়াও আরো একটি বৈদ্যুতিক বাইক সম্পর্কে জানায়। Activa এর দুইটি ভার্সন লঞ্চ করতে পারে Honda। প্রিমিয়াম লুক সহ বাজারে লঞ্চ হতে পারে নতুন Honda Activa EV। 2024 থেকে 2025 এর মধ্যেই হোন্ডার বৈদ্যুতিক স্কুটারটির ভারতে আসার সম্ভাবনা রয়েছে।
Activa এর বৈদ্যুতিক সংস্করণ এশিয়া, ইউরোপ এবং জাপানে লঞ্চ হবে। নানান চিত্তাকর্ষক বৈশিষ্ট্য সহ লম্বা মাইলেজ দেবে স্কুটারটি। এদিকে Honda এর নতুন ই-স্কুটার Ola, Ather ইত্যাদির মার্কেটের বড় অংশ কেড়ে নিতে পারে। উল্লেখ্য, Activa EV এর দাম নিয়ে কিছু জানা যায়নি বটে কিন্তু সেটির দাম থাকতে পারে 1.20 লাখ থেকে 1.50 লাখের মধ্যেই।