Read In
Whatsapp
Electric Vehical

150 কিমিরও বেশী মাইলেজ এই ইলেকট্রিক স্কুটারে, দূর্দান্ত স্কুটার এবার সাধ্যের মধ্যেই

বেঙ্গালুরু স্থিত স্টার্টআপ কোম্পানি সিম্পল এনার্জি সম্প্রতি তাদের নতুন একটি স্কুটার নিয়ে এসেছে বাজারে। লেটেস্ট ই স্কুটারের নাম সিম্পল ডট ওয়ান। আগামী 15 ডিসেম্বর সিম্পল তাদের নয়া স্কুটারটি উম্মোচন করবে। সিম্পল ডট সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের সাব-ভেরিয়েন্ট হতে চলেছে।

এক্ষেত্রে Simple এর লক্ষ্য আরো বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছানো। Simple One-এর থেকে কম দামেই আরও বেশি বিক্রির লক্ষ্যে লঞ্চ করা হয়েছে Simple Dot one। নতুন স্কুটারে আরও ভাল গুণমান, কর্মক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে। উল্লেখ্য এই স্কুটারটি সিম্পল ওয়ানের মতো একই প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে।

Simple ডট স্কুটারের দাম 1 লাখ টাকার কম হতে চলেছে। সাথে এই স্কুটারে 151 কিলোমিটার মাইলেজও পাওয়া যায়। সিম্পল ডট ওয়ানে 3.7 kWh ব্যাটারি প্যাক রয়েছে। আর এই ব্যাটারি প্যাক একবার চার্জে 150 কিলোমিটার মাইলেজ প্রদান করে৷ আরও ভালো অভিজ্ঞতার জন্য রয়েছে নয়া ডিজাইনের টায়ার।

এছাড়া স্কুটারে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সিটের নীচে 30 লিটারের বেশি স্টোরেজ ইউনিট রয়েছে। সিম্পল ডট ওয়ানের বুকিং শুরু হচ্ছে 15 ডিসেম্বর থেকে। আগামী সময়ে আরও বড় বাজার দখল করাই লক্ষ্য কোম্পানির।

Back to top button