Read In
Whatsapp
Electric Vehical

70 হাজারের বাজেটে নিয়ে যান নতুন ইলেকট্রিক স্কুটার, পাবেন 75 কিমি মাইলেজ! দাম কত?

বৈদ্যুতিক যানবাহনের বাজার ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর এই বাজারে স্কুটারের চাহিদা সবথেকে বেশি। কিছুকাল আগেও বৈদ্যুতিক স্কুটার সেরকম উন্নত থাকেনি। কিন্তু বর্তমানে সেগুলো একদম নতুন ঝাঁ চকচকে ফিচারসের সাথে আসছে। সাথে এবার দামও কমেছে বেশ খানিকটা। এরমধ্যে নতুন একটি কোম্পানি দারুণ ফিচারস নিয়ে হাজির হয়েছে।

নতুন একটি বাজেট-বান্ধব বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে ট্রিনিটি। তারা নিজেদের নতুন ট্রিনিটি অ্যামিগো (Trinity Amigo) ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। সেটি আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি প্যাক, দীর্ঘ পরিসর এবং উচ্চ গতি প্রদান করে। চলুন স্কুটারটির খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

ব্যাটারি এবং কর্মক্ষমতা: Trinity Amigo ইলেকট্রিক স্কুটারটিতে 1.44 kWh ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এর সাথে যুক্ত রয়েছে 250-ওয়াটের বৈদ্যুতিক মোটর। যা 25 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে ছুটতে পারে। মাত্র 3 ঘন্টার মধ্যেই সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায়। 75 কিলোমিটারের মাইলেজ পাওয়া যায় স্কুটারে।

ফিচারস: Trinity Amigo এর দাম বাজেটের মধ্যে থাকলেও ফিচারসের সাথে কোনো আপস নেই। আপনি এখানে মাল্টি-রাইডিং মোড, পুশ-বাটন স্টার্ট, এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্প, এলইডি টেললাইট এবং এলইডি হেডলাইট দেখতে পাবেন।

দাম: প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে Trinity Amigo বৈদ্যুতিক স্কুটারটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 74,999 টাকা থেকে। অন-রোড দাম পড়বে 75,681 টাকা।

Back to top button