Tata Motors সদ্যই তাদের ভাঁড়ারের চতুর্থ বৈদ্যুতিক গাড়ি, Tata Punch EV নিয়ে বড় ঘোষণা করেছে। শীঘ্রই বাজারে আসবে গাড়িটি। আসন্ন সময়ে বৈদ্যূতিক গাড়ির বাজার আরো বাড়তে চলেছে, এক্ষেত্রে বাজেট সেগমেন্টে টাটা মোটরসের তুরুপের তাস হতে চলেছে নতুন Punch। Ei মুহূর্তে Punch EV সবচেয়ে ছোট E-SUV হিসেবে চিহ্নিত হয়েছে।
সদ্যই গাড়িটির বুকিং শুরু করেছে টাটা মোটরস। বুকিং করতে হলে গ্রাহকদের মাত্র 21000 টাকার টোকেন মানি জমা দিতে হচ্ছে। বুকিং শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই Punch EV বাজারেও দেখা যাবে। চলুন তাহলে গাড়িটি কেমন হতে চলেছে তাও দেখে নেওয়া যাক।
Punch EV তৈরি হচ্ছে advanced connected tech intelligent electric vehicle architecture এর ওপর। গাড়িতে উন্নত সমস্ত ফিচারস পাওয়া যাবে। এক্ষেত্রে Punch EV এর বাইরের দিকে বন্ধ থাকা ফ্রন্ট গ্রীক সমেত একটি চার্জিং পোর্ট দেখতে পাওয়া যাবে। গাড়িতে LED হেডল্যাম্প, মাল্টি-মোড রিজেন, ESP এবং স্মার্ট ডিজিটাল ডিআরএল থাকতে চলেছে।
Punch EV তে নিরাপত্তার জন্য থাকছে 6টি এয়ারব্যাগ, একটি এয়ার পিউরিফায়ার, একটি ব্লাইন্ড-স্পট মনিটর, একটি 360-ডিগ্রি ক্যামেরা, EPB সহ অটো হোল্ড এবং একটি সানরুফ। R16 ডায়মন্ড-কাট অ্যালয় হুইল দেখা যাবে সেখানে। উল্লেখ্য যে, 17.78 CM হারমান ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে Punch EV তে।
পাওয়ারট্রেন এবং দাম
Punch EV দুইটি ব্যাটারি প্যাকের সাথে পাওয়া যাবে। ব্যাটারি প্যাকের ভিন্নতার কারণে 300 কিমি এবং 600 কিমি এই দুই প্রকার মাইলেজ থাকবে গাড়িতে। দামের ক্ষেত্রে এখনো কিছু জানা না গেলেও Punch EV সাধারণত Tata Nexon EV এর নিচে অবস্থান করবে। সম্ভাব্য দাম থাকতে পারে 9 থেকে 12 লক্ষ টাকা।