ইলেকট্রিক গাড়িগুলো একবার কিনে নিলে আর সমস্যা থাকছেনা। না আছে তেল ভরার চিন্তা, আর না আছে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মাথাব্যথা। একইসাথে পরিবেশ রক্ষাও হয় বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে। বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে বেশি EV বিক্রি করে টাটা মোটরস। বাজেট রেঞ্জে Tiago, Tigor এবং Nexon, এই তিন মডেল রয়েছে। আর আজ জানাবো কীভাবে আরো সস্তায় গাড়িগুলো কিনতে পারেন আপনি।
জানুয়ারি মাসে সমস্ত বৈদ্যুতিক গাড়ির ওপরেই বিরাট অংকের ছাড় দিচ্ছে সমস্ত কোম্পানি। সর্বোচ্চ 1.05 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা রয়েছে। ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং গ্রিন বোনাস হিসাবে এই ছাড় দিচ্ছে টাটা মোটরস। তাহলে চলুন কোন গাড়িতে কত ছাড় পাওয়া যাচ্ছে তাই দেখে নেওয়া যাক।
Tata Tiago
2024 সালের নতুন ভার্সনে মোট 35 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই ছাড়ের মধ্যে রয়েছে 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 20,000 এর গ্রিন বোনাস। 2023 সালের পুরোনো ভার্সনে ছাড়ের অংক 80,000! সেখানে 15,000 এর এক্সচেঞ্জ বোনাস সহ 65 হাজার টাকার গ্রিন বোনাস পাওয়া যাচ্ছে।
Tata Tigor
টাটা মোটরসের আরেক সেরা গাড়ি Tata Tigor। এই গাড়িটি আসলে একটি Compact Sedan। এখানেই 1.05 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে টাটা মোটরস। 75 হাজার টাকার ফ্ল্যাট ক্যাশ ডিসকাউন্টের সাথে যুক্ত হয়েছে 30,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। উল্লেখ্য Tiago এবং Tigor এর ওপর যে অফার রয়েছে তা জানুয়ারি মাস পর্যন্তই উপলব্ধ।