Read In
Whatsapp
Electric Vehical

সস্তার ই-স্কুটার নিয়ে আসছে Bajaj, দাম এবং ফিচারস দেখে নিন

Bajaj দেশের শীর্ষ টু হুইলার প্রস্ততকারক সংস্থা। নানান সেগমেন্টে নানান ধরনের যানবাহন তৈরি করে পুনেস্থিত কোম্পানিটি। বৈদ্যুতিক স্কুটারের বাজারেও পা রেখেছে তারা। বিখ্যাত Chetak স্কুটারের বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। এবার খবর আসছে যে, চেতকের নতুন সস্তা ভার্সন লঞ্চ করবে কোম্পানি।

Chetak ইলেকট্রিক স্কুটারের সস্তার ভ্যারিয়েন্ট আসতে চলেছে দেশের বাজারে। কদিন আগেই ইলেকট্রিক স্কুটারের স্পাই টেস্টিং করতে গিয়ে ধরা পড়ে ছবিগুলো। সেখানে Chetak E-Scooter এর বিভিন্ন প্রোটোটাইপ দেখা গিয়েছে।

bajaj chetak
bajaj chetak

খবর মিল হয়ে যে, ই-স্কুটারে হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর থাকবে। সাথে ডাবল-সাইডেড সুইংগ্রামও দেবে কোম্পানি। উল্লেখ্য, বাজাজ চেতক বৈদ্যুতিক স্কুটারটিতে একটি মিড-মাউন্টেড মোটর রয়েছে। মোটরটিকে ইক্যুইপ করা রয়েছে মাল্টি-স্পোক অ্যালয় হুইলের সাথে।

নতুন ইলেকট্রিক স্কুটারটির দাম বেশ অনেকটা কম হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ Bajaj Chetak স্কুটারের দাম প্রায় 1 লক্ষ 40 হাজার টাকার আশেপাশে। কিন্তু নতুন স্কুটারের দাম থাকবে 1 লক্ষ টাকার মধ্যেই। প্রসঙ্গত উল্লেখ্য, Fame II সাবসিডি কমার ফলে দেশের একাধিক ইলেকট্রিক স্কুটারের দাম কিছুটা বেড়েছে। বাজার ধরে রাখার জন্য একাধিক কমদামী স্কুটার নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি।

Back to top button