মধ্যবিত্তের কাছে গাড়ি মানে এক স্বপ্নপূরণ। কলেজ জীবন পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করার সাথে সাথেই তিলে তিলে গাড়ি কেনার স্বপ্ন গড়ে ওঠে। এরপর সেজন্য টাকা জমিয়ে স্বপ্নপূরন করেন সবাই। শখের সেই গাড়িকে নিজের সন্তান স্নেহেই প্রায় লালন করেন সবাই। তাই সাধের গাড়ির ওপর একখানা স্ক্র্যাচ পড়লেও আতংকে আঁতকে ওঠেন অনেকে।
সাধের গাড়ির পিছনে আরো কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয় তার রক্ষণাবেক্ষণের জন্য। এই যেমন গাড়ি ধোয়া বা মেকানিকের কাছে যাওয়া ইত্যাদি। একইরকমভাবে গাড়ির ওপর স্ক্র্যাচ পড়ে যাওয়ার কারণেও বড় খরচ হয়। পড়ি কি মরি করে সবাই ছুট দেয় স্ক্র্যাচ তোলার জন্য।
গাড়িতে স্ক্র্যাচ পড়লেও বেশ মোটা খরচ হয়ে যায় সেই দাগ তুলতে। কিন্তু আর নয়, এবার বেশ সহজেই সেই দাগ তুলতে পারেন আপনি। আজ আমরা জানাব গাড়ির ওপর দাগ পড়লে কীভাবে তুলবেন সেটি। এতে যেমন আপনার খরচ হবেনা তেমনই বাড়িতে বসেই খুব সহজে দাগও উঠে যাবে আর গাড়ির ক্ষতিও তেমন হবেনা।
দাগ তোলার জন্য প্রথমেই আপনার দরকার পড়বে স্যান্ডপেপারের। স্যান্ডপেপার নিয়ে সেটিকে আগে 10-15 মিনিট জলে ভিজিয়ে নিন। তারপর যেখানে দাগ পড়েছে সেখানে আলতো করে ঘষে নিন। তবে খুব জোরে ঘষে দিল আপনার গাড়ির পেইন্ট নষ্ট হতে পারে। এরপর তারপর নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পালিশ করে নিন। দেখবেন ধীরে ধীরে গাড়ির দাগ মিলিয়ে যাবে।