গাড়ি চালানোর সময় বহুরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের। হঠাৎ কোনো গাড়ি চলে আসতে পারে, আবার কখনো হঠাৎ রাস্তার মাঝে বড় স্পিড ব্রেকার অথবা কুকুর সামনে চলে আসে। এমতাবস্থায় প্রথমে ব্রেকে চাপ দেবেন, নাকি ক্লাচে সেই ভাবতে ভাবতেই অঘটন ঘটে যায়। এমতাবস্থায় আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখতে হয়।
ব্রেক টিপবেন নাকি ক্লাচ, এই প্রশ্নের উত্তর জানার আগে বুঝতে হবে কীরকম সমস্যায় পড়েছেন আপনি। চলুন দেখে নেওয়া যাক আপনার কি করনীয়ঃ-
১) যদি গতি কম হয় : গাড়ির গতি কম থাকলে সেক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় গিয়ারে থাকবে। এক্ষেত্রে আপনি যদি ব্রেকে চাপ দেন তাহলে সামান্য ঝাঁকুনি দিয়েই বন্ধ হয়ে যাবে আপনার গাড়ি। গতি কম থাকলে আপনি প্রথমে ক্লাচ টিপে তারপর ব্রেকে চাপ দিতে পারেন।
২) গাড়ির গতি বেশি থাকলে : হাইওয়েতে গাড়ি চালানোর সময় আপনার গাড়িটি উচ্চ গতিতেই থাকে। সেক্ষেত্রে গাড়ি চতুর্থ বা পঞ্চম গিয়ারে থাকবে। এসময়ে গাড়ির গতি কমাতে চাইলে আপনাকে শুধুমাত্র ব্রেক কষতে হবে। যেহেতু এক্ষেত্রে গাড়ি একবারে দাঁড়াবে না, তাই আপনাকে ক্লাচে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই।
৩) যদি কেও হঠাৎ সামনে চলে আসে : হঠাৎ যদি গাড়ির সামনে কেও চলে আসে তাহলেও ব্রেকে চাপ দেন অনেকে। এটাও কিন্তু সঠিক উপায় নয়। কেও হঠাৎ সামনে এলে আপনাকে একইসাথে ব্রেক এবং ক্লাচে চাপ দিতে হবে। এতে করে আপনার গাড়ি স্থির যেমন হয়ে জাবে তেমনই সাথে সাথেই ইঞ্জিনও বন্ধ হয়ে যাবে।