সময়ের সাথে সাথে বদলেছে প্রযুক্তি এবং সেইসাথে বদল এসেছে মানুষের চাহিদায়। আর তাই আজকাল বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বেড়েছে বেশ খানিকটা। কিন্তু এখনো পর্যন্ত সেগুলোর দাম বেশী হওয়ায় এবং সেইসাথে উপযুক্ত চার্জিং স্টেশন না থাকার কারণে মানুষ আজও জ্বালানি চালিত গাড়ির দিকেই বেশি ঝুঁকেছে। তাতেও অবশ্য রেহাই নেই, কারণ তেলের দাম এখন আকাশছোঁয়া।
এমতাবস্থায় কীভাবে আপনি নিজের গাড়ির যত্ন নেবেন বা কী উপায়ে গাড়ি চালালে মাইলেজ বেশি পাবেন সেইটাই জানাবো আজ। চলুন দেখে নেওয়া যাক কী কী নিয়ম মেনে চললে আপনাকে আর তেল নিয়ে সমস্যায় পড়তে হবেনা।
১) Accurate Tyre Pressure : আপনার গাড়িতে যদি টায়ারের প্রেসার ঠিকঠাক থাকে তাহলে গাড়ি ছোটানোর জন্য ইঞ্জিন কম তেল টানে। তাই গাড়ির টায়ারের দিকে নজর রাখুন।
২) Accelerator and Breaking : আপনি যদি গাড়ি নিয়ে বেরোনোর পর রাস্তায় বারংবার অ্যাক্সিলারেটর এবং পরক্ষণেই ব্রেকে পা রাখছেন তাহলে এই কার্য থেকে বিরত থাকুন। কারণ এরফলে অধিক মাত্রায় তেল খরচ করে গাড়ি।
৩) Revving the engine : নিজের প্রিয় বাহনের ইঞ্জিনের গাঁ গাঁ শব্দ শোনাতে পিছপা হননা অনেকেই। কিন্তু জানেন কি যে, এজন্য বেশ অনেকখানি তেল খরচ হয় আপনার।
৪) AC : অনেকেই জানেন না, কিন্তু AC চালালেও গাড়ির মাইলেজ কমে যায় অনেকখানি। যদিও এটি নির্ভর করবে আপনি কোথায় গাড়ি চালাচ্ছেন তার ওপর। যেমন শহরের অন্দরে ধীর গতিতে গাড়ি চলার সময় AC চালালে গাড়ির মাইলেজ কমে যায়। কিন্তু হাইওয়ে তে স্পিডে চালালে সেই সমস্যা দেখা দেয়না তেমন।
৫) Car Servicing : ঠিকঠাক সময়মতো সার্ভিসিং করালে গাড়ি যেমন ঠিক থাকবে তেমনই বাড়বে মাইলেজ।