Read In
Whatsapp
Car Tips

কেনার আগে দেখে নিন বিভিন্ন SUV তে কি তফাৎ রয়েছে, একবার দেখে নিলে আর কোনো প্রশ্নই থাকবেনা

ভারত সহ সারাবিশ্বেই SUV গাড়িগুলোর চাহিদা বেড়েছে। ধীরে ধীরে সেডান বা হ্যাচব্যাকের পরিবর্তে SUV গাড়িগুলোই অধিক জনপ্রিয় হয়ে ওঠেছে। কিন্তু কোন SUV কিনবেন অথবা কী ধরণের SUV কেনা যায় তাই নিয়েও নানান প্রশ্ন উঠছে। আজ আমরা জানাবো কোন গাড়ি উপযুক্ত হবে আপনার জন্য। SUV Buying Guide

SUV কেনার সময় রয়েছে একগুচ্ছ অপশন যেমন Off Road SUV। Full Size SUV, Compact SUV এবং লো বাজেট সেগমেন্টের জন্য Compact SUV। এগুলো সব একই হলেও গাড়িগুলো বিভিন্ন সেগমেন্টে আসে। যেমন অপেক্ষাকৃত ছোট আকারের এবং কম বাজেট সেগমেন্টে গাড়ি খুঁজলে রয়েছে Compact SUV। বিগত কিছু সময়ে এই সেগমেন্ট বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

Compact SUV গুলো চেহারার দিক থেকে বেশ আকর্ষণীয় কিন্তু Full SUVগুলির তুলনায় কম বৈশিষ্ট্য অফার করে৷ আরামের ক্ষেত্রে কমপ্যাক্ট এসইউভি সেরা বিকল্প হয়ে ওঠে। কমপ্যাক্ট SUV-তে সিট কনফিগারেশন খুব কমই দেখা যায়। Full Size SUV-এর তুলনায় গাড়িগুলো আকারেও ছোট।

Suv Car(1)

অফ-রোডিংয়ে কে সেরা?
ক্ষমতা ও পারফরম্যান্সের কথা উঠলে Off roading SUV এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আর কেউই নেই। উল্লেখ্য যে, সমস্ত ধরনের SUV কেই অফ-রোডিং বা রুক্ষ রাস্তায় গাড়ি চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। যদিও, Full Size SUVগুলি সাধারণত কমপ্যাক্ট SUVগুলির তুলনায় বেশি শক্তিশালী ইঞ্জিন পায়, তবে এটা বলা ভুল হবে না যে অনেক ক্ষেত্রে, কমপ্যাক্ট SUVগুলি এখনও পূর্ণ আকারের SUVগুলির থেকে এগিয়ে রয়েছে৷

Back to top button