Read In
Whatsapp
Car Tips

গাড়ির কাঁচে ফাটল ধরলে কী করবেন? বিপদে পড়ার আগেই জেনে নিই এই তথ্য

‌গাড়ি যাদের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস তারা খুব ভালো করেই জানেন যে, গাড়ির উইন্ডশিল্ডে ফাটল থাকাটা কতটা সাধারণ বিষয়। তবে সঠিক সময়ে এটি ঠিক না করিয়ে নিলে ভবিষ্যতে কোনও বড় বিপদ ঘটে যেতে পারে। বড়সড় সড়ক দুর্ঘটনার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যায়না। তবে প্রশ্ন হল, গাড়ির উইন্ডশিল্ডে ফাটল ধরে কেন? এবং কম খরচের মধ্যে কিভাবে এটিকে সারিয়ে তোলা যায়?

নুড়ি পাথর ভরা রাস্তায় গাড়ি চালালে : নুড়ি, পাথর ভরা রাস্তায় গাড়ি চালালে উইন্ডশীল্ডে ফাটল ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে গাড়ির উইন্ডশীল্ডকে বাঁচাতে চাইলে বিকল্প রাস্তা ব্যবহার করাই ভালো। তবে সেই উপায় না থাকলে, এই ধরণের রাস্তায় যতটা সম্ভব ধীরে গাড়ি চালান।

ইনস্টলেশনের ত্রুটি : আপনার গাড়ির উইন্ডশিল্ড ফ্রেম ঠিকমতো লাগানো না থাকলে তাও নষ্ট হয়ে যেতে পারে। মিস্যালাইনমেন্ট এবং ঢিলেঢালা ইনস্টলেশন গাড়ির উইন্ডশিল্ডে ফাটল সৃষ্টি করে।

সরাসরি সূর্যের আলো পড়লে : আপনার গাড়ি যদি এমন জায়গায় পার্ক করা হয় যেখানে সরাসরি সূর্যের আলো উইন্ডশিল্ডকে গরম করে, তাহলে ফাটল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সর্বদা এমন কোনও জায়গায় গাড়ি পার্ক করা উচিত যেখানে ছায়া থাকে।

Winshield Crack Repairs In Lakeside

এই ফাটল ঠিক করার ঘরোয়া প্রতিকার : গাড়ির উইন্ডশিল্ডে ফাটল ঠিক করার জন্য আপনি একটি স্বচ্ছ নেইলপলিশ ব্যবহার করতে পারেন। এই নেইলপলিশ ঠিক সুপার গ্লু-র মত কাজ করবে। তবে তার আগে ফাটলে জমে থাকা ধুলো, ময়লা পরিষ্কার করে নেবেন। গাড়ি চালানোর আগেই এটিকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। তবে বলে রাখি এটি কিন্তু স্থায়ী সমাধান নয়। সাময়িকভাবে কাজে দিলেও যত তাড়াতাড়ি সম্ভব উইন্ডশীল্ড ঠিক করে নেওয়াই ভালো।

Back to top button