নিজের গাড়ি কেনার স্বপ্ন কার না থাকে। কলেজ জীবন থেকেই নিজের বাড়ি এবং গাড়ি কেনার পরিকল্পনা শুরু হয়। এক্ষেত্রে প্রথমেই যেটা কেনা হয় সেটা হলো বাইক। বিভিন্ন কাছেপিঠে কোথাও যাওযার জন্য বাইকের জুড়ি নেই। এরপরের স্বপ্ন চার চাকার। কিন্তু সবার তো আর সেই সাধ্য থাকেনা , অর্থাৎ সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা নতুন গাড়ি বা বাইক কেনার।
বাজেট কম থাকলে সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি একটি দারুণ অপশন। পকেটের কথা চিন্তা করে এবং বেশ কিছু বিষয় মাথায় রেখে পুরাতন বাইক অথবা গাড়ি কিনতে হয়। পুরানো গাড়ি কেনাও কোনো সহজ নয়, এক্ষেত্রে কিছু টাকা বাঁচাতে গিয়ে অনেককেই প্রতারণার শিকার হতে হয়। তাই আজ আমরা জানাবো পুরাতন গাড়ি অথবা বাইক কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি।
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় 3টি বিষয় খুবই জরুরি, আর সেগুলো সম্পর্কে নীচে দেওয়া হলো :
1) নথিপত্র অবশ্যই দেখে নিন
পুরাতন গাড়ি কেনার সময় কাগজপত্রের উপযুক্ত যত্ন নিতে হবে। গাড়ি বা বাইকের অবস্থা আপনার কাছে ভালো মনে হলেও সেই গাড়ির কাগজপত্র সম্পূর্ণ না থাকলে কেনা উচিত নয়। এই কাগজপত্রের মধ্যে রয়েছে বীমা, RC এবং POC ইত্যাদি। এর মধ্যে কোনো কাগজপত্র হারিয়ে গেলে সেই গাড়ি কিনবেন না।
2) ইঞ্জিন পরীক্ষা করে দেখুন
পুরানো বাইক বা গাড়ি কেনার সময় সেটির ইঞ্জিনের দিকে বিশেষ নজর দিন। প্রয়োজনে পুরানো গাড়ির ইঞ্জিনটি একজন মেকানিককে দেখিয়ে নেওয়া ভালো। সেক্ষেত্রে জানা যাবে গাড়িটি ঠিক আছে কিনা। এছাড়া গাড়ির ইঞ্জিন ওয়েলেরও বিশেষ যত্ন নিতে হবে। গাড়ির ইঞ্জিন ওয়েল থাকা জরুরী, তা না থাকলে গাড়ির ক্ষতি হতে পারে। কোনো ত্রুটি পাওয়া গেলে এমন গাড়ি কিনবেন না।
3) চালান সাফ রয়েছে কিনা দেখে রাখুন
পুরানো বাইক বা গাড়ি কেনার সময়, প্রথমেই সেটির অবস্থা ভালভাবে পরীক্ষা করে নিন। এরপর গাড়িটির কাগজপত্র ঠিক আছে কি না তাও পরীক্ষা করে রাখুন। সেইসাথে অবশ্যই গাড়ির চালান দেখে নিতে হবে। গাড়ি কেনার আগে নিশ্চিত হতে হবে যে, আপনি যে গাড়িটি কিনতে যাচ্ছেন তার চালান ক্লিয়ার রয়েছে কিনা। অন্যথায়, আপনাকে গাড়ির মালিকের কাছ থেকে সম্পূর্ণ চালান ক্লিয়ার করতে হবে এবং তারপরেই গাড়িটি কিনতে হবে। এটা না করলে পরবর্তীতে আপনার জন্য সমস্যা হতে পারে।