ভারতের মতো দেশে দুই চাকার ব্যাবহারকারির সংখ্যা বহু বেশি। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস বাজার প্রায় সর্বত্রই বাইকের সংখ্যা বহু বেশি। আর কাজের জায়গায় গিয়ে অনেকে বাইক দাঁড় করানোর জন্য সাইড স্ট্যান্ড ব্যবহার করেন। কিন্তু জানেন কী সাইড স্ট্যান্ড ব্যবহার করলে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। চলুন বলছি সেই নিয়ে।
বাইকের সাইড স্ট্যান্ড আপনাকে বিপদে ফেলতে পারে। বেশিরভাগ মানুষই তাড়াহুড়োতে সাইড স্ট্যান্ডের মাধ্যমে বাইক পার্ক করেন। সেক্ষেত্রে সময়ও কম লাগে আর বেশি ঝক্কিও পোহাতে হয় না। কিন্তু সাইড স্ট্যান্ডের ক্ষতিকারক প্রভাব পড়তে পারে আপনার বাইকের ওপর। বিশেষ করে যদি দীর্ঘক্ষণ রাখা হয়।
বাইকের মাইলেজ সহ সামগ্রিক বডিতে এই বাজে স্বভাবের প্রভাব পড়তে পারে। আপনি যদি দীর্ঘক্ষণ মোটরবাইক সাইড স্ট্যান্ড করে রাখেন তাহলে দুটি ইনজেক্টরের উপর জ্বালানির চাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে জ্বালানির লেভেল সরে যেতে পারে, আর যেসমস্ত বাইকে ইঞ্জিন ইমোবিলাইজার নেই সেইসব বাইকে এই সমস্যা আরও বড় ভাবে দেখা যেতে পারে। জ্বালানি লিক থেকে শুরু করে মাইলেজে ঘাটতি, সমস্ত সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।
এছাড়া দীর্ঘক্ষণ এক টানা সাইড স্ট্যান্ড থাকলে বাইকটির মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সামান্য ধাক্কাতেই বাইকটি উল্টে যেতে পারে। ফলে আপনার শখের বাইক বেশ ক্ষতিগ্রস্ত হয় সাইড স্ট্যান্ডের কারণে। এছাড়া বেশিক্ষণ সাইড স্ট্যান্ডে রাখলে আন্ডারবডি ড্যামেজও হয়। তাই সামান্য সময়ের জন্য সাইড স্ট্যান্ড ব্যবহার করলেও দীর্ঘ সময়ের ক্ষেত্রে সেন্ট্রাল স্ট্যান্ড আদর্শ।