Read In
Whatsapp
Auto Motive Industry

বাজারের 35% শেয়ার দখলের পর মাত্র এক মাসেই এতগুলো বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে ওলা!

ভারতের বাজারে যে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব চলছে এই নিয়ে কোনো দ্বিমত নেই। আর তার প্রতিফলন পাওয়া যাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি/স্কুটারের বিক্রির রেকর্ডে। সম্প্রতি বৈদ্যুতিক স্টার্টআপ ওলা বিক্রির রেকর্ড বানিয়েছে। সারা ভারতের বিভিন্ন অংশে রেকর্ড পরিমাণ বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে Ola Electric।

গত অক্টোবর মাসের বিক্রির পরিসংখ্যান জানাচ্ছে যে, মাত্র 1 মাসেই 24,000 ইউনিট ই-স্কুটার বিক্রি করেছে Ola। এছাড়া ইলেকট্রিক স্কুটার বাজারের 35% একাই দখল করেছে সংস্থাটি। আবার গত বছরের তুলনায় এবছরের নবরাত্রি এবং দশেরাতে ওলার বিক্রি বেড়েছে 2.5 গুণ! সামনেই দীপাবলি হওয়ার কারণে এই বিক্রি আরো বাড়বে বলেই আশা কোম্পানির।

বিষয়টি নিয়ে মুখ খোলেন ওলার চিফ মার্কেটিং অফিসার আনশুল খান্ডেলওয়াল। তিনি বলেন, “উৎসবের মরসুমটি ইভির জন্য একদম অবিশ্বাস্য ছিল। আমরা নবরাত্রি এবং দশেরার সময় বিক্রিতে একটি শক্তিশালী গ্রোথ দেখেছি। উত্সব চলাকালীন অফার সহ ভারত ইভি ফেস্ট এবং ওলা স্কুটারগুলির আরও বিস্তৃত পোর্টফোলি গ্রাহকদের কাছে ওলাকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছে।” উল্লেখ্য যে দীপাবলি সহ সামনের মাসগুলোতেও এই রেকর্ড ধরে রাখার পক্ষে আশাবাদী তিনি।

2023 সালের 10 মাসের মধ্যে Ola মোট দুই লক্ষ ই-স্কুটার বিক্রীর মাইলফলক অর্জন করেছে। এই রেকর্ড কায়েম করতে তারাই সর্বাগ্রে। উৎসবের মরসুমে নানান ডিসকাউন্ট অফারের কারণেও বিক্রি অনেকখানি বেড়ে যায়। আপনাদের জানিয়ে রাখি যে, অক্টোবর তে Ola এর ভারত ইভি ফেস্ট ঘোষণা চলাকালীন পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি, 5000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ফাইনান্স অফার নগদ 7,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জিরো ডাউন পেমেন্ট, নো-কস্ট ইএমআই, জিরো-প্রসেসিং ফি এর মতো সুবিধার কারণেই আজ ওলার বিক্রী এত বেড়েছে।

Back to top button