TRENDS
Advertisement

আসছে নতুন Activa CNG, এবার বাঁচবে হাজার হাজার টাকা

পেট্রলের দাম বাড়তে থাকায় বাড়ি থেকে একটু বেরোনোও বেশ দামী হয়ে ওঠেছে। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি দিতে আসছে Honda। শীঘ্রই তাদের Activa এর CNG ভেরিয়েন্ট আসবে বাজারে। এই প্রথম…

Published By: Ritwik | Published On:

পেট্রলের দাম বাড়তে থাকায় বাড়ি থেকে একটু বেরোনোও বেশ দামী হয়ে ওঠেছে। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি দিতে আসছে Honda। শীঘ্রই তাদের Activa এর CNG ভেরিয়েন্ট আসবে বাজারে। এই প্রথম CNG চালিত স্কুটার দেখা যাবে। পরিবেশ দূষণ কমানোর সাথে সাথে CNG স্কুটি চালানোও বেশ সস্তা হবে। আসছে নতুন Activa CNG, এবার বাঁচবে হাজার হাজার টাকা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টু হুইলারের মধ্যে সবচেয়ে খারাপ মাইলেজ দেয় স্কুটার। বাইকের মাইলেজের অংক কিয়দংশে ভালো হলেও স্কুটারে তা কহতব্য নয়। এমতবস্থায় Honda Activa CNG বাজারে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। হোন্ডার তরফে এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও CNG স্কুটার নিয়ে নানান তথ্য সামনে এসেছে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, হোন্ডা অ্যাক্টিভা সিএনজি চালু হলেও ইঞ্জিনে কোনো পরিবর্তন করা হবে না। তবে সেখানে দুটি সিলিন্ডার যুক্ত হবে। এই দুই সিলিন্ডারে 10 কেজি পর্যন্ত সিএনজি ভর্তি করা যাবে। এবং প্রতি কিলো সিএনজি তে স্কুটারটি 100 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে বলে মনে করছেন অনেক আধিকারিক।

আসছে নতুন Activa CNG, এবার বাঁচবে হাজার হাজার টাকা

সিএনজি স্কুটারটি ভারতে দাম থাকবে 90 থেকে 95 হাজার টাকার মধ্যে হবে। যা খুবই ভাল প্রমাণিত হবে। সিএনজি স্কুটারে বুট স্পেস থাকলেও কমে যাবে ফুটরেস্ট। এছাড়া বর্তমানের সমস্ত ফিচারস থাকবে সেখানে। যদিও দাম কম রাখতে কিছু ফিচারস বাদ যাওযার সম্ভাবনা রয়েছে।

About Author