![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/alto.jpg)
ভারতে গাড়ির বাজারে একসময় ব্যপক জনপ্রিয়তা লাভ করে মারুতি সুজুকি আল্টো। এমনকি একটা সময় গাড়ি বলতে অনেকে শুধুমাত্র Alto এর নামই জেনে এসেছে। সেসময় মানুষের কাছে বহু শখের ছিল এই গাড়ি। সাধারণ মানুষের সমর্থের মধ্যে থাকার কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেটি। কিন্তু জানেন কি আজ থেকে কয়েকবছর আগে গাড়িটির দাম কত ছিল? আজ কিন্তু বেশ দামী হয়ে ওঠেছে মানুষের অতি প্রিয় অল্টো।
এদিকে একদিকে মুদ্রাস্ফীতির চোখ রাঙানি আর অন্যদিকে গাড়ির চাহিদা বৃদ্ধির কারণে দাম বেড়েছে গাড়িটির। কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক কী হারে দাম বেড়েছে। আপনাদের জানিয়ে দিই যে, আজ থেকে 5 বছর আগে রয়্যাল এনফিল্ড বাইকের যা দাম তার চেয়েও কমে Alto বাড়ি নিয়ে আসতে পারতেন।
বর্তমানে মারুতি অল্টো এর দাম রয়েছে 3.54 লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং K10 ভার্সনটি 3.99 লাখে বিক্রী হচ্ছে। অথচ গত 2017-18 সালে এই গাড়িটির দাম ছিল 3 লাখেরও কম। 2018 সালে মে মাসে মারুতি অল্টো পাওয়া যাচ্ছিল 2.52 লাখ টাকায়। আর অল্টো K10 এর দাম শুরু হয় 3.30 লাখ টাকা থেকে। হিসেব করলে দেখা যায় যে, 5 বছরে মোট 1লক্ষ 70 হাজার টাকার ফারাক এসেছে।
আজ অল্টো গাড়িটির অরিজিনাল ভার্সন বিক্রি করাই বন্ধ করে দিয়েছে সংস্থাটি। বর্তমানে বাজারে কেবল Alto K10 ভার্সনটি বিক্রী হয়। আর এই সময় মাত্র 5 বছরেই 1 লক্ষ টাকার থেকেও বেশি দাম বেড়েছে গাড়িটির। এজন্য দায়ী মূল্যবৃদ্ধি, কারণ কাঁচামাল তো নিজেই সাথে সেমিকন্ডাক্টর চিপের দামও অনেকখানি বেড়েছে। তাই গাড়িটির মোট দাম আগের থেকে এতখানি বেড়ে গিয়েছে।
Alto এর k10 ভার্সনটি বাজারে বেশ জনপ্রিয়। সেখানে আপনি 1 লিটার ডুয়াল জেট ইঞ্জিন সহ 7 ইঞ্চির টাচস্ক্রিন, USB. ব্লুটুথ সাপোর্ট, অ্যান্টি লক ব্রেকিং, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স পার্কিংয়ের সুবিধা পাবেন। গাড়িতে 800 সিসির ইঞ্জিন লাগানো রয়েছে।