বর্তমান সময়ে গাড়ির দাম বেড়েছে অনেকখানি। বাজারে নতুন গাড়িগুলোর বিশেষ করে SUV এর দাম বেশ আকাশছোঁয়া। নতুন যে গাড়িগুলো আসছে সেগুলোতে দামের পরিমাণ আগের চেয়ে বেড়েছে অনেকখানি। কিন্তু আপনি জানেন কি যে অনেকখানি সস্তায় এই গাড়ি কিনতে পারেন। কিন্তু কীভাবে, চলুন জানাচ্ছি।
মূল্যবৃদ্ধির বাজারে সমস্ত জিনিসের দাম বৃদ্ধির ফলে ধীরে ধীরে দাম বেড়েছে বিভিন্ন গাড়িগুলোরও। এদিকে গাড়িগুলোর দাম বাড়ার ফলে ভারী সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কিন্তু চিন্তা নেই, এবার বেশ সস্তায়ই গাড়ি কিনে নিতে পারবেন আপনি। আর সেই উপায়ই খুঁজে বের করেছি আমরা।
আসলে বিভিন্ন গাড়ির শোরুমে টেস্ট ড্রাইভের জন্য গাড়ি রাখা হয়। যাতে কেনার আগে বোঝা যায় কেমন মানের সেই গাড়ি। প্রায় প্রতিটি ব্র্যান্ডই তাদের টেস্টড্রাইভ গাড়ি রেখেছে নিজেদের শোরুমে। আপনি গিয়ে কেনার আগে সেগুলি চালিয়ে দেখতেই পারেন, কিন্তু এই গাড়িগুলিকে কিনতে পারলে বেশ সস্তায় গাড়ি পেয়ে যাবেন আপনি। কিন্তু কতটা সস্তা হবে সেটি?
আসলে টেস্টড্রাইভ গাড়িগুলো বেশ কিছুটা রাস্তা চলার কারণে সেগুলোর আসল দাম থেকে অনেকখানি কাটা যায়। এই পরিমাণ বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্নরকম, কিন্তু নিয়মানুযায়ী কোনো গাড়ির প্রতি ১০০০ কিমিতে তার আসল দামের থেকে ২-৩% দাম কমে যায়। ফলে কোনো টেস্টড্রাইভ গাড়ি যত বেশী যাতায়াত করবে ততই দাম কমবে।
উদাহরণ স্বরূপ বলা যায় যে, কোনো গাড়ির দাম ২০ লক্ষ টাকা হলে এবং সেই গাড়ি ১০,০০০ কিমি চললে তার আসল দাম কমে যাবে অনেকখানি। অর্থাৎ টেস্ট ড্রাইভ গাড়ি কিনলে আপনি মাত্র ১৫ লাখেই পেয়ে যাবেন ঝাঁ চকচকে নতুন গাড়ি।