কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের চাহিদা বেশি থাকায় এই সেগমেন্ট দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হচ্ছে। দামেও সস্তা আর মানেও ভালো। আর এরকমই একটি সস্তার বাইক হল Hero HF Deluxe। বিক্রির নিরিখে বেস্ট সেলিং বাইকের তালিকাতে জায়গা করে নিয়েছে HF Deluxe।
লো এবং মিড রেঞ্জের বাইকের ক্ষেত্রে হিরো মোটোকর্পের জুড়ি নেই। এক লাখের বাজেটে সেরা বাইক প্রমাণিত হয়েছে HF Deluxe। কমিউটার বাইকটির লেটেস্ট ভার্সনে হিরো ইঞ্জিন আপডেট করার সাথে সাথে বেশ কিছুই নতুন ফিচার অ্যাড করেছে যা বাইকটিকে অতুলনীয় করে তুলেছে। বাজারে মোট দুইটি ভ্যারিয়েন্টে সেটি লঞ্চ করেছে হিরো।
Hero HF Deluxe ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় গাড়ি। Hero Motocorp এর Splendor Plus এর পর দ্বিতীয় সেরা বিক্রি হওয়া মডেল HF Deluxe। 2023 HF Deluxe গাড়িতে নতুন স্ট্রাইপযুক্ত পোর্টফোলিও রয়েছে। নতুন স্পোর্টি গ্রাফিক্স বাইকটির ডিজাইনকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে USB চার্জিং ইত্যাদি ফিচার।
ইঞ্জিন এবং ব্রেক: HF Deluxe গাড়িতে 97.2 সিসির একটি এয়ার-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। সেটি মোট 8.02 PS শক্তি এবং 8.05 Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে গাড়িটির ইঞ্জিন। টিউবলেস টায়ার সহ সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ রয়েছে আর উভয় চাকায় 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। 75 কিমির মাইলেজ ও পাবেন এই বাইকে।
এক নজরে হিরো HF Deluxe এর ফিচারস:-
1) নতুন প্রযুক্তির সাথে স্পিডোমিটার, ওডোমিটার এবং ফুয়েল গেজ
2) এনালগ ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার
3) হ্যালোজেন লাইট
4) USB চার্জার
5) অতিরিক্ত নিরাপত্তার জন্য টো গার্ড
6) টুলবক্স সহ ডিজাইনড জ্বালানী ট্যাঙ্ক
7) ভাল-প্যাডেড একক-পিস আসন
8) পিলিয়নের জন্য সিঙ্গল পিস গ্র্যাব রেল
দাম: বাইকটির এক্স-শোরুম দাম 50 হাজার টাকার আশপাশে। সেলফ-স্টার্ট মডেলের এক্স শোরুম দাম 66,408 টাকা