সম্প্রতি টাটা মোটরসের অধীনস্থ প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড JLR (Jaguar Land Rover) ভারতে তাদের নতুন রেঞ্জ রোভার ভেলারের বুকিং শুরুর ঘোষণা করেছে। দুটি পাওয়ারট্রেনে উপলব্ধ রয়েছে নতুন গাড়িটি। এখানে 2.0-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে দুটি ভ্যারিয়েন্ট গাড়ি লঞ্চ করেছে জাগুয়ার।
রেঞ্জ রোভারের শক্তিশালী ভ্যারিয়েন্ট 246 bhp শক্তি উৎপন্ন করে যা 265Nm টর্ক জেনারেট করে। অন্যটি একই ইঞ্জিন তবে কম শক্তিশালী। সেটি 201 bhp শক্তি জেনারেট করে এবং 420Nm টর্ক জেনারেট করে। এখনো যদিও দাম জানায়নি জাগুয়ার গাড়িটির। Jaguar এর নতুন এই গাড়ি Velar, Porsche Macan এবং Jaguar F-Pace-এর সাথে লড়বে বাজারদখলের জন্য।
বিলাসবহুল SUVটি নতুন গ্রিল আপ-ফ্রন্ট সহ আপডেট করা হয়েছে। নতুন পিক্সেল এলইডি হেডলাইটও রয়েছে সেখানে। জানা যাচ্ছে যে, JLR দুটি নতুন রঙের বিকল্প যুক্ত করেছে। গাড়িতে রয়েছে নয়া 11.4-ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। আগের ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে নতুন ল্যান্ড রোভারকে।
তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন গাড়ির নতুন নয়েজ ক্যানসেলিং ফিচার। যা বাইরের শব্দকে অনেকাংশে কমিয়ে দেয়, যার ফলে কেবিনের ভিতরে ব্যপক নীরবতা বজায় থাকে। গাড়িতে থাকা এয়ার পিউরিফায়ার ক্ষতিকারক PM2.5 এর সাথে সাথে CO2 কেও প্রবেশ করতে দেয় না। এছাড়া অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাপোর্টও রয়েছে।