Read In
Whatsapp
Car News

সস্তায় ডিজেল গাড়ি কিনতে চান? আপনাদের জন্য রইল 5টি সেরা গাড়ির সন্ধান

দেশে ডিজেল গাড়ি নিয়ে বিতর্ক তুঙ্গে। ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে Petrol এবং CNG অপেক্ষা অধিক ক্ষতিকারক Green House গ্যাস তৈরি হয়। এবার সেই কারণে কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গড়করি ডিজেল গাড়ি উৎপাদন বন্ধের আহ্বান জানান। গাড়ি নির্মাতারা সেকথার যথাযথ পালন করেন কিনা দেখার বিষয়, কিন্ত জানেন কি দেশের সবচেয়ে সস্তার ডিজেল গাড়ি কোনগুলো?

নিচে তালিকার মাধ্যমে পুরো তথ্য দেওয়া হলো

1) Tata Altroz

tata
tata

Tata Motors এর Altroz বর্তমানে দেশের সবচেয়ে সস্তার ডিজেল গাড়িগুলোর একটি। এই গাড়ির দাম শুরু হচ্ছে 9,62,800 টাকা থেকে। এই দাম Altroz এর XM+ ম্যানুয়াল ভেরিয়েন্টের।

2) Mahindra Bolero Neo
1.5 লিটার ডিজেল ইঞ্জিন সমেত Bolero বেস্ট সেলিং ডিজেল গাড়ির তালিকায় আসে। সেটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত 1493 সিসির শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাবেন এখানে। 9.62 লক্ষ টাকার N4 Manual সবচেয়ে সস্তা ভার্সন। bolero neo ছাড়াও Bolero গাড়িটির B4 Manual 9.79 লাখ টাকায় কিনতে পারবেন।

3) KIA Sonet
KIA Sonet গাড়িটিও দারুণ ফিচার-প্যাকড SUV। 1.5-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে। 9.94 লক্ষ টাকায় গাড়িটি (HTE iMT Variant) আপনার হতে পারে।

4) Hyundai Venue
হুন্ডাইয়ের কমদামি SUV Venue। 1.5 লিটার ডিজেল ইঞ্জিন সহ S+ ম্যানুয়াল গাড়িটির দাম মাত্র 10.46 লক্ষ টাকা।

5) Tata Nexon
EV এবং Petrol ভার্সনের সাথে সাথে Nexon এর একটি Diesel Variant ও রয়েছে। ডিজেল লাইন আপের দাম শুরু হয় 10.99 লক্ষ টাকা থেকে।

Back to top button