![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/Maruti-Suzuki-Wagon-R--780x470.jpg)
কম বাজেটে ভালো মানের গাড়ির জন্যই বিখ্যায় Maruti Suzuki। সম্প্রতি তারা Fronx নামের আরেকটি গাড়ি নিয়ে এসেছে বাজারে। বিদেশের বাজারেও গাড়িটির দারুণ চাহিদা রয়েছে। আজ আমরা 10 লাখের বাজেটে সেরা কয়েকটি গাড়ি সম্পর্কে জানাতে চলেছি।
Maruti S-Presso : লো বাজেটের এই গাড়িটি সিএনজি এবং পেট্রোল উভয় বিকল্পই উপলব্ধ। পেট্রোল ভার্সনে 25 kmpl এবং CNG তে 32.73 km/kg মাইলেজ দেয়। গাড়িটির দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম রয়েছে 6.12 লক্ষ টাকা। গাড়িতে থাকা 1.0-লিটারের পেট্রোল ইঞ্জিন মোট 66 bhp শক্তি উৎপন্ন করে।
Maruti Fronx : Fronx গাড়িটিতে 1.2 লিটার ইঞ্জিন রয়েছে যা মোট 100 bhp শক্তি উৎপন্ন করে। 6 গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশন রয়েছে সহ Fronx এর দাম শুরু হচ্ছে 7.46 লক্ষ টাকা থেকে। CNG ভার্সনের দাম শুরু হচ্ছে 8.42 লাখ টাকার। CNG ভার্সনে গাড়ির মাইলেজ রয়েছে 28 কিমি প্রতি কেজি।
Maruti Suzuki Celerio : গাড়ির CNG ভার্সনটির মাইলেজ দারুণ। প্রতি কেজি CNG এর জন্য 35 কিমি ছুটতে পারে গাড়িটি। 5 আসনের গাড়িটির দাম রয়েছে 5.65 লক্ষ টাকা থেকে 7.14 লক্ষ টাকা। গাড়িতে এয়ারব্যাগ, ABS ইত্যাদির মতো ফিচারস রয়েছে। এছাড়া 31 আগস্ট পর্যন্ত গাড়িটির ওপর 55000 টাকার ছাড়ের ঘোষণাও করেছে মারুতি সুজুকি।
Maruti Suzuki Wagon R : Wagon R গাড়িটির সিএনজি এবং পেট্রোল উভয় সংস্করণ বিক্রি হচ্ছে বাজারে। সিএনজি ভার্সন মাইলেজ দেয় 34 কিমির এছাড়া পেট্রোল ভার্সনে আপনি 25 কিমি মাইলেজ দেখতে পাবেন। 5.54 লক্ষ টাকা থেকে দাম শুরু হচ্ছে Wagon R এর। নিরাপত্তার জন্য, এটি হিল হোল্ড অ্যাসিস্টের মতো ফিচারসও রয়েছে এই গাড়িতে।