বাজারে এল TVS এর নতুন Apache RTR। নতুন গাড়িটি লুক এবং ডিজাইনের দিক থেকে নিজের সেগমেন্টের থেকে অনেকখানি এগিয়ে। বলাই বাহুল্য যে, নতুন Apache তার প্রতিদ্বন্দ্বী Bajaj Pulsar এর থেকে বহুগুণ বেশী উন্নত। TVS তাদের জনপ্রিয় Apache RTR 160 4V সংস্করণ লঞ্চ করে বাজারে বেশ হড়বড়ি ফেলে দিয়েছে। আর মাত্র 15000 টাকার গাড়িটি কিনতে পারেন।
নতুন বাইকটি শুধু ডিজাইনের দিক থেকেই এগিয়ে নয়, সেইসাথে বাইকের ইঞ্জিনও অন্যান্য বাইকের থেকে বহুগুণ বেশি কর্মক্ষমতার সাথে আসে। বাইকটিকে নির্মাণের সময় একদম খুঁটিনাটি সমস্ত কিছুর ওপর জোর দেওয়া হয়েছে। যেমন বাইকের অ্যালয় হুইলে লাল এবং কালো রঙের ফিনিশ দেখা যায়। সেখানে LED হ্যান্ডেলবারে নতুন LED ডেটাইম রানিং ল্যাম্পের মত টেকনোলজি রয়েছে। মোট তিনটি বাইক মোডের সাথে শক্তিশালী পারফরম্যান্স দেখায় apache।
Apache RTR 160 4V বাইকে একটি অয়েল-কুলড 159.7 CC ইঞ্জিন রয়েছে। যেটি কিনা 9250 rpm এ 17.30bhp শক্তি উৎপন্ন করতে পারে। 7250rpm এ গাড়িটির সর্বোচ্চ 14.73 nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5 স্পিড গিয়ারবক্সের সাথে সর্বোচ্চ 114 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারে। Apache সিরিজের অন্যান্য বাইকের মতোই এখানে খুব বেশি মাইলেজ পাওয়া না গেলেও 25 কিমি পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন আপনি।
টিভিএস এর নতুন Apache RTR বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1,26,120 টাকা থেকে। দিল্লিতে গাড়িটির অন রোড দাম পড়বে 1,47,020 টাকা। কিন্তু ফাইন্যান্সে বেশ সহজেই গাড়িটি কিনে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে 15 হাজার টাকা ডাউনপেমেন্ট করার পর বাকিটা ঋণ নিতে পারেন। সেক্ষেত্রে 1,32,020 টাকার ঋণ নিতে হবে। তিন বছরের জন্য ঋণ নিলে 9.7% সুদের হিসেবে প্রতি মাসে আপনাকে 4241 টাকা EMI বাবদ দিতে হবে।