
ভারতে SUV এর বাজার ক্রবর্ধমান। স্বাভাবিক ভাবেই এই বাজারে নতুন কিছু গাড়ি নিয়ে আসতে চলেছে নানান কোম্পানি। একাধিক গাড়ি লঞ্চ হচ্ছে খুবই জলদি, আর এই তালিকায় রয়েছে Compact SUV থেকে শুরু করে বড় আকারের SUV সবই। নীচে ভারতের বাজারে আসন্ন গাড়ির তালিকা সম্পর্কে জানানো হলো।
KIA Clavis
আগামী 2025 সালে KIA Motors এর তরফে বাজারে লঞ্চ হতে পারে নতুন Clavis। KIA মোটরসের লাইনআপে গাড়িটি Sonet এবং Seltos এর ওপরে অবস্থান করবে। সম্প্রতি গাড়িটির টেস্টিং করতে গিয়ে ধরা পড়ায় বিভিন্ন ছবি সামনে এসেছে। 2024 এর শেষের দিকে গাড়িটি আত্মপ্রকাশ করবে এবং আগামী বছর বাজারে আসতে পারে। উল্লেখ্য যে, EV এবং ICE, উভয় ইঞ্জিন বিকল্পের সাথেই দেখা যাবে নতুন গাড়িটিকে।
New Skoda Compact SUV
Skoda এর India 2.5 কৌশলের অংশ হিসাবে, ব্র্যান্ডটি শীঘ্রই নতুন কমপ্যাক্ট SUV নিয়ে আসতে চলেছে। আগামী বছর কোনো এক সময় গাড়িটি লঞ্চ হতে পারে। নতুন এই গাড়িটির 90 শতাংশ স্থানীয় নির্মাণের লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির। উল্লেখ্য যে, গাড়িটি কেবল ভারতের জন্যই নয়, ভারতে উৎপাদনের পর তা বিশ্বের বাজারে রপ্তানি করা হবে। Skoda-র নতুন SUV MQB A0 IN প্ল্যাটফর্মের ওপর তৈরি হবে Compact SUV-টি এবং সেখানে 1 লিটার TSI ইঞ্জিন থাকবে যা 115 bhp শক্তি এবং 178 Nm পিক টর্ক উৎপন্ন করে।
Maruti Suzuki Micro SUV
Maruti Suzuki ভারতীয় বাজারে নতুন একটি SUV লঞ্চ করার পরিকল্পনা করছে। নতুন গাড়িটি মূলত লড়াই দেবে Tata Punch এবং Hyundai Exter কে। আগামী বছরই গাড়িটি লঞ্চ হতে পারে। গাড়িটি মাইক্রো-এসইউভি সেগমেন্টে আসবে এবং সেটি Brezza-র নীচে অবস্থান করবে। Y43 অভ্যন্তরীণ কোডনাম দিয়ে গাড়িটির ওপর কাজ চলছে। শীঘ্রই এই বিষয়টি নিয়ে আরো তথ্য সামনে আসতে চলেছে।
Mahindra XUV300 Facelift
Mahindra তাদের XUV 300 এর নতুন সংস্করণ লঞ্চ করতে পারে শীঘ্রই। 2024 এর শুরুর দিকে Compact SUV টি বাজারে লঞ্চ হওয়ার কথা। নতুন ডিজাইন থাকবে গাড়িতে যা কিছুটা BE সিরিজের SUV থেকে অনুপ্রাণিত হতে পারে। এই গাড়িতে 1.2L টার্বো পেট্রোল, 1.2L TGDi পেট্রোল এবং 1.5L টার্বো-ডিজেল ইঞ্জিনের থাকতে পারে। এছাড়া সেখানে লেটেস্ট ADAS অর্থাৎ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেমস (ADAS) এর মতো ফিচারসও থাকতে পারে।
Toyota Urban Cruiser Taisor
খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে টয়োটার নতুন Urban Cruiser Taisor। Maruti Suzuki Fronx-এর ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ হবে Toyota এর এই নতুন গাড়ি। Glanza প্রিমিয়াম হ্যাচব্যাকের ওপরের স্লটে লঞ্চ হবে নতুন Taisor। Fronx এর মতই এখানেও 1.2L K12C NA পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। সিএনজি ইঞ্জিনের সাথেও গাড়িটির নতুন ভার্সন লঞ্চ করতে পারে Toyota।